প্রেম – ২

লাল টি শার্টে
হাওয়ায় উড়িয়ে চুল
উদ্দাম গানে তেতে
শ্বেত মেঘ আর
নীল রোদ্দুর
উদযাপন
করবে বলে
পাহাড়ী পথ
ঘুরে ঘুরে
প্রেমের ভেতরে
নেমে
যেতে
যেতে
টের কি পাচ্ছো
স্টিয়ারিং হাতে
কনভার্টিবল নয়
ঢালের দিকে
গড়িয়ে
চলা
এক
পাথরই চালাচ্ছো?

২,৬৩৫ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “প্রেম – ২”

  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    তোমার রোদ্দুর উদযাপন পড়তে পড়তে কাঁচের পুরু জানালায় চোখ পড়ে আমার। বাইরে মিঠে কড়া রোদ; উত্তাপ নয় উষ্ণতায় ডুবিয়ে রাখে এইসব দিন। হেমন্তের পাতা ঝরার দিন শুরু হলো বলে! গাছের পাতার রং ফিকে হয়ে আসছে এখনই। এই সময়টুকু ভীষণ রূপসুধা নিয়ে আসে, শুধু প্রকৃতিতে নয় মানুষের মনেও বোধকরি।

    তোমার লেখা পড়লে আমার নিজেরই ইচ্ছে করে দু'কলম লিখে ফেলতে, জানো! শানে নজুল জানতে চেয়ে অকবিকে লাজুকলতা বানিয়ে দিওনা।

    ধ্রুপদী স্বপ্নের বীজকণা চুরি গেছে কতবার
    তবুত্ত খড়কুটোর জোড়াতালি ছেড়ে
    এখনো মেঘের ক্যানভাসে খুঁজি তার মুখ
    ওগো দুখ জাগানিয়া, তোমায় গান শোনাবো!

    জবাব দিন

মওন্তব্য করুন : রাব্বী আহমেদ (২০০৫-২০১১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।