বিদেশে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়

রুদ্ধশ্বাস প্রতীক্ষায় cricinfo অনুসরণ করছিলাম।
একটু আগে সাকিব এর দুর্দান্ত পারফর্মেন্সে
দ্বিতীয় টেস্ট জিতে নিল বাংলাদেশ।

সাকিব: ৯৬, অপরাজিত।
বাংলাদেশ ৪র্থ দিনে ৪ উইকেটে জয়ী।

অভিনন্দন বাংলাদেশ।
টিম যেমনি হোক, ওয়েস্ট ইন্ডিজ বলে কথা।

৬,৬৮২ বার দেখা হয়েছে

১৪৭ টি মন্তব্য : “বিদেশে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    হায় হায়... এইখানে দেখি জমজমাট অবস্থা... কি মিসটাই না করলাম ঘুমাইতে যাইয়া ...

    অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম ( আশ্রাফুলরে বাদ দিয়া) ... সাকিব তো বরাবরের মতোই গ্রেট... :boss: :boss:
    রাকিবুলের ব্যাটিং ওর প্রথম সিরিজে দেখার পর থেকেই আমি ওর ফ্যান হয়ে গিয়েছিলাম, লোকজনরে বলেও বেড়াতাম ও হবে আমাদের সেরা ব্যাটসম্যান। এইজন্য অবশ্য ওর ইঞ্জুরির পরে খারাপ ফর্মের কারনে পোলাপাইন টিজ করতেও ছাড়েনি... এইবার দেখায়া দিল... সাব্বাশ বেটা, চালায়া যা :hatsoff: :hatsoff:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. আমিন (১৯৯৬-২০০২)

    আমার পিসি নষ্ট থাকার কারণে কালকে শামিল হইতে পারি নাই। আইজকা হইলাম।
    নূপুর ভাই দুইটা কথা পোস্টে মিস করে গেছেন আমি বলে দেই......
    সাবাস বাংলাদেশ। সাবাশ বাংলাদেশ।
    তোরা সব জয়ধ্বনি কর ঐ নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর জয়।
    বাংলাদেশের এই জয় অনেক বড় অর্জন অনেক দিনের আশা, অনেক প্রত্যাশার প্রাপ্তি অনেক চেতনার রূপায়ন অনেক ..............(আর বিশেষণ মাথায় আইতেসে না)
    ( কপিরাইট প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত)

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    খেলা তো দেখি ওয়েস্ট ইন্ডিজে হয় নাই, হইছে সিসিবিতে। পুলাপাইন সারারাইত জাইগ্যা এত্তো মজা করছে, পইড়াই হিংসা হইতাছে! x-( দিহান আর বন্যর পার্টনারশিপে দেখি সেঞ্চুরিও হইছে রেকর্ড কইরা!!

    আমি ৪ ইউকেটে ১৩৭ দেইখ্যা ঘুমাইতে গেছিলাম। সাকিব আর রাকিবের পারফরমেন্সে তখনই মনে হইছিল অঘটন না হইলে সিরিজ হাতের মুঠায়। ঘুম থেইক্কা উইঠ্যা রেডিও খুইল্যা খবরটা শুইন্যা মনটা ভইরা গেল। আর অফিসে আইস্যা সিসিবির মন ভালা দেইখ্যা খুশিতে :awesome: !! সাবাস বাংলাদেশ, সাবাস সাকিব, সাবাস সিসিবি। থ্রি ছিয়ার্ছ ফর .......... ওই তোরা কচ্ছা, তোরা কচ্ছা............. :thumbup: :thumbup: :thumbup:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মওন্তব্য করুন : বন্য (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।