প্রেম

কোন কালে’
প্রেম নেবেনা বলে কি
তারা আক্ষেপ
নিয়ে জানলায়
দিয়েছিল টেপ
ভালো করে,
‘আলো ভরে
চাই না কিছু’
তারস্বরে
স্বরলিপি ধরে
প্রতিদিন
গেয়ে গেছে গান;
অথচ যেদিন এলো সে
অপরিচিত
চশমাপরা
গোবেচারা মুখোশে

দোঁহে
কি মোহে
পরিধেয় ভেবে
প্রেম পরে নেয়
প্রেম খুলে ফেলে
আর সব
দূ উ রে
সুদূরে ঠেলে

২,৮৭৯ বার দেখা হয়েছে

২৭ টি মন্তব্য : “প্রেম”

  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    🙂 🙂 🙂 🙂

    তোমার কবিতার প্রসংগে না গিয়ে গল্প বলি, শোন! মাঝে বেশ ক'দিন সিসিবিতে ছিলাম না। সুদূরের একজন বন্ধু আমার অনুপস্থিতিতে ই-মেইল করে বললেন, ওহে! নূপুরের 'প্রেম' পড়েছো তুমি? আমি ঝটিতি তাঁকে উত্তর দিলাম, আমি নূপুরের 'প্রেমে' পড়েছি বটে!

    আমার চটুলতার উত্তরে আরো একটি চটুল ই-মেইল প্রত্যাশিত ছিল তাঁর থেকে, কিন্তু সেটি পাইনি বলাই বাহুল্য। হায়! আমার অনিবার্য প্রেমের পরিণতিতে বন্ধুবিচ্ছেদ না ঘটে যায় হে!

    আমি অকাট মূর্খ অকবি বটে যে কিনা কবিতার রস আস্বাদনে বহুলাংশেই ব্যর্থ কিন্তু বলতে চেয়েছিলাম, নূপুরের কন্ঠের প্রেমে পড়েছি সেই কোন কালে!

    জবাব দিন
  2. তানজিনা (১৯৯৮-২০০৪)

    ভাইয়া, ফর্ম আর ছন্দ নিয়ে খেলতে পারেন বটে আপনি!! ভাবছি, লেখনীর উপর কতখানি দখল থাকলে এমন একখানি (আমার জন্য একখানিও অনেকখানি যদিও 😛 )কবিতা লেখা যায়!

    :boss: :boss: :boss:


    For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তফা (১৯৮০-১৯৮৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।