বছর বছর পর, আজো

উৎসর্গ: জীবনানন্দ দাশ

কোন বিস্ময় নাই
যদিও বিপন্নতা ছিলো।
উটের গ্রীবা দেখেনি বলে খেদ ছিলো একটু;
সন্ধির বিচ্ছেদ হয়ে গেলে
জীবনের সাথে আনন্দের যোগ
কী করে ঘটে
বিয়োগান্ত ছাড়া –
এই ভাবনায় ক্লান্ত হতো কখনো কখনো
তবু দেখো,
চাদরখানা নিয়েছে
শীত থেকে বাঁচবে বলে নয়
কেবল সিলিং থেকে ঝুলে পড়ে
টানটান কোন উত্তেজনার
গাঢ় সমাচার পাবে বলে।

২,১৯২ বার দেখা হয়েছে

২৮ টি মন্তব্য : “বছর বছর পর, আজো”

  1. আন্দালিব (৯৬-০২)

    স্বাগতম নুপূর ভাই। আপনার নাম শুনে ভাবছিলাম আপনি এমজিসিসি। এসে দেখলাম এফসিসি! :))
    কবিতা উপাদেয় হইছে। পড়তে বড়ই আরাম পাইলাম। জীবনানন্দে এখনও বুঁদ হয়ে আছি, চরম নেশা!

    লেখা চালিয়ে যান। (আপনি তো বাংলা টাইপ শিখেই গেছেন, সো সমস্যা নাই!)

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    নাম নিয়া তো আজকের প্রবলেম না। হা হা হা।

    আমি আজকাল আর লিখতে পেরে উঠছিনা আসলে।
    ভুলে গেছি যেন।
    এটা (এবং আরো যা যা লিখবো এইখানে) বেশ পুরনো।
    আমারে দিয়া আর হইবেনা।
    তবু নেশাটা টাটায় ভেতরে ভেতরে।

    জবাব দিন
    • আন্দালিব (৯৬-০২)
      আমারে দিয়া আর হইবেনা।

      এইটা কুনুই ব্যাপার না বস্‌। দ্যাখেন আপনার এই উপলব্ধিটাই নির্দেশ করে যে আপনার লেখালেখির ব্যাপারে চিন্তাটা স্পষ্ট, দৃঢ় এবং নিরপেক্ষ। আমাদের সবচেয়ে জনপ্রিয় লেখকটিও এই সহজ সত্যটা জানে না, বা জানলেও বুঝে না যে তারে দিয়া হয় না! অনেকদিন ধইরা-ই হইতেছে না।

      আর হওয়া না হওয়া-র কেমিস্ট্রি আমার কাছে খুবই অদ্ভুত রহস্যময় লাগে। জানেন আমি এক বছর আগে কী সব যে লিখতাম। লেখালেখি শুরুই করছি গতবছরে! তার আগে কিছু ছিল না। পরেও কতদিন থাকবে সেটাই বা কয়জন জানে?? সুতরাং আশা হারাইয়েন না। এমনও হইতে পারে যে নিয়ম ভেঙে আপনার লেখালেখি ফিরে এল। সেই আশায় রইলাম!

      জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)
    তবু দেখো,
    চাদরখানা নিয়েছে
    শীত থেকে বাঁচবে বলে নয়
    কেবল সিলিং থেকে ঝুলে পড়ে
    টানটান কোন উত্তেজনার
    গাঢ় সমাচার পাবে বলে।

    বস, এইটা কি দিলেন?...অসাধারণ!!! :hatsoff:

    আমাদের বাড়িতে স্বাগতম...এবং বাসর রাতেই বিড়াল মারার(পড়ুনঃ প্রথম পোস্টেই বাজিমাত করার)জন্য অভিনন্দন... :boss:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  4. খায়রুল আহসান (৬৭-৭৩)

    একটা চমৎকার কবিতা দিয়েই সিসিবিতে তোমার বর্ণাঢ্য যাত্রা শুরু করেছিলে নূপুর, এটা পড়ে খুব ভালো লাগলো।
    "চাদরখানা নিয়েছে
    শীত থেকে বাঁচবে বলে নয়
    কেবল সিলিং থেকে ঝুলে পড়ে
    টানটান কোন উত্তেজনার
    গাঢ় সমাচার পাবে বলে।" - এ কথাগুলো দিয়ে কি তুমি 'তিনি সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করেছিলেন' বোঝাতে চাইছো?
    আমিতো জানি ট্রামের নীচে পড়ে তাঁর মৃত্যু হয়েছিলো। অবশ্য হতে পারে, হয়তো আমি ঠিক বুঝিনি, নয়তো ঠিক জানিনা।

    জবাব দিন

মওন্তব্য করুন : জুনায়েদ কবীর (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।