মমতা – আনন্দ শঙ্কর

কথাগুলো কি করে
গান হয়ে যায়
কি করে কী-বোর্ডে
ওঠে সুর
তোমার মমতামেদুর
মেসেজ আসে —
উদ্ভাসিত ফেস, বুক

আনন্দ, মমতার
এমন শঙ্কর
দেখিনি আগে
ছিল কোথা
সুখের এ অসুখ!

২,২৪১ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “মমতা – আনন্দ শঙ্কর”

  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    তুমি কালি কলম সরিয়ে রাখতেই
    সন্ধ্যা নেমেছে আমার শহর জুড়ে;
    জোনাকের লেজে আগুন জ্বলা অন্ধকারে
    ধোঁয়াটে, কৃষ্ণকায় রাত!
    আমি আজ রুমিতেই দিবো ডুব
    নিঝুম নিমগ্ন সুরে,
    'টুনাইট দা মুন কিসেস দা স্টারস'!

    :clap: :clap: :clap: :clap:

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বাহ! মনে হল সকাল বেলায় কেউ বেড রুমের পর্দা উঠিয়ে দিল এবং ঝলঝলে রোদ ঘরে হুড়মুড় করে ঢুকে পড়ল! 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. পারভেজ (৭৮-৮৪)

    আনন্দ শংকরের যে কোন কম্পোজিশনই নস্টালজিক করে দেয়।
    সাথে কিছু ভাবনা কাব্যাকারে এলে তা আরও মধুর না হয়ে উপায় থাকে কোনো?


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।