তস্করের হাতে চিঠিখানি

আকাশ থেকে অমনি
ঝরে পড়ে নীলখাম;

দ্যাখে তার ডাকনাম
এট ইমেইল ডট কম
লেখা আছে
সবগুলো গাছে —
সবুজ পাতার পরে
চারু চারু অক্ষরে

“হতচ্ছাড়া,
চুরি করেছিস,মনে নেই!
এখন কি
তোর কাছে গিয়ে
দিনের কথা পুরনো সেই
শুনে
মনের আমার
মন কেমন করে,
এখনো কি মেঘের মতন
অভিমান ঝরে,
বৃষ্টি পড়ে
কবিতার ভেতরে?”

জবাব দিতে গিয়ে
তস্কর যেই
মেঘ টাইপ করে,
বিদ্যুতে ইমেইল
চমকে ওঠে
কীবোর্ডে
বৃষ্টির ঘা
রশিদ খাঁর
মেঘমল্লার ফোটে

২,০৫৬ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “তস্করের হাতে চিঠিখানি”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    আহা ইথারের বাগানে তাদেরই সাক্ষ্যে কি করে ঘটে যায়, কত চুরি, ছিনতাই ।
    কবিতার ভেতরে ঝরে পড়া অভিমানে কখনো তারে যেনো ক্ষণিক খুঁজে পাই ।

    তস্করের কীবোর্ডে মেঘ শব্দটি যেই নড়ে ওঠে,
    রশিদ খাঁ'র মেঘমল্লার বৃষ্টির ঘা খেয়ে ফোটে ।

    অনবদ্য ...

    জবাব দিন
  2. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    কবিতা ভালবাসলেও আমি কবিতা নিয়ে আলোচনা বা সমালোচনা করতে পারিনা। ভাল লাগাটা বুকের মাঝে রিনরিন করে বাজে কিন্তু কেন ভাল লাগছে ঠিক বুঝিয়ে বলতে পারিনা। সিসিবিতে ডাকসাইটে কবি এবং কবিতার বোদ্ধা পাঠকেরা আছেন আমি তাদের আলোচনা মন দিয়ে পড়ে নিজেকে এডুকেট করবার চেষ্টা করি।

    জয়তু, কবি!

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।