রাধাকথন -১২

গমকে গমকে
বিজুরি চমকে।

সে কার ঠমকে
ফের ঘায়েল হলি,
হা কালা!

আকাশে
আজ সারাদিন
রাগ মেঘ –
ওস্তাদজির সারেংগিতে
ফুঁসে উঠছে ঝালা;

বৃষ্টির প্রথম ফোঁটার মতন
চোরচোর পায়
মোর আঙিনা দিয়ে
তবু আনবাড়ি গেলি হায়!

৩,২১৯ বার দেখা হয়েছে

৩৬ টি মন্তব্য : “রাধাকথন -১২”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    বৃষ্টি ধোঁকা দিল নাকি একটু ছুঁয়ে গিয়েছে? জানিনা ঠিক এখনি এ্যান আরবরের আকাশে কি খেলা করছে, তবে ঢাকার আকাশে এই মৌসুমের প্রথমবারের মত ওস্তাদজী তার সারেংগিতে ঝড় তুললেন। ব্যস্ত মানুষ। মোটে ১০টি মিনিট ছিলেন।


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. নাফিস (২০০৪-১০)

    বরাবরের মতনই :boss:

    অবাক করা বিষয় হলো আজকে বিকালে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল। ফুটবল খেলছিলাম এরমাঝে ঝুম করে বৃষ্টি নামলো। ফিরে যেতে যেতে কাকভেজা হয়ে যাবো। তাই আর ভাবনা চিন্তা না কর এ বৃষ্টির মাঝেই খেললাম। অনেকদিন পর.. আর রাতে এসে এই কবিতা। একবারে সোনায় সোহাগা :tuski:

    জবাব দিন
  3. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    রাধিকা নম্বর বারো দেখি তোমার মোহনবীণায় ঝড় তুলবার আগেই মিলিয়ে গেলো, নূপুর! সে তো জানলোই না কাকে হারালো পাবার আগেই!

    জশিলা নাম্বার তের র অপেক্ষায় রইলাম, কবি!

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    দারুন লাগলো নূপুরদা, সবসময়ের মত।

    এত জায়গায় এক সাথে ঝড় নামলো নাকি? চিটাগং এ গত দুদিনই ঝড়ের দেখা পেয়েছি।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. খায়রুল আহসান (৬৭-৭৩)

    একটু আগেই এই ঢাকায় ঝড় বৃষ্টি হয়ে গেলো। বিদ্যুৎ ছিলনা প্রথম দফায় মিনিট চল্লিশেকের মত, পরে পনের মিনিটের জন্য এসেই আবার চলে গেলো। ফিরে এলো ঘন্টা খানেকেরও পর। আর তার পরেই পেলাম এই কবিতা, আর নানা মুল্লুক থেকে পাঠকের মন্তব্য। সবই কি একই সূত্রে গাঁথা?

    জবাব দিন
  6. রাজীব (১৯৯০-১৯৯৬)

    রাধা কৃষ্ণ আমাদের জন্য বিশাল সম্পদ। কিন্তু কেনো জানি মনে হয় কৃষ্ণ হিন্দু দেবতা বলে বাঙলার মুসলমানরা রাধা কৃষ্ণ কে ঠিক বুকে টেনে নিতে পারেনি।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মওন্তব্য করুন : মোকাব্বির (১৯৯৮-২০০৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।