পাঠ-প্রচেষ্টা

বলো,’আসি’
তারাপদ রায়

‘যাই’ বলা নাই। বলো,’আসি’,
বলো, ‘আবার আসমু, দেখা হইবে।’
তুমিও জানো, আমিও জানি এসব বাজে কথা –
এক নদীতে দুইবার ডুব দেওয়া যায় না,
এক ওষ্ঠে দুইবার চুম্বন করা যায় না,
এক বিছানায় দুইবার শয়ন করা যায় না,
এক জন্মে দুইবার দেখা হয় না।

কিন্তু তুমি যদি বলো, ‘যাই’
আমার আর দাঁড়ানোর জায়গা থাকে না।
মাত্র দুই পা জায়গা হইলেই দাঁড়ানো যায়,
সেই দুই পা জায়গাও থাকে না।

জানি তুমি আসবা না। কোনোদিন আসবা না।
তোমার আতু-আতু কুত্তা ঘরে বাইরে তোমারে খুঁজবে,
তোমার জাম্বুরা গাছের ফুল হাওয়ায় গড়াগড়ি যাবে।

আসা না আসা, যাওয়া না যাওয়া,
এই জাম্বুরা গাছ, এই আতু-আতু কুত্তা
এরা কি জীবনের সারমর্ম কিছু জানে?
আমরাই কি জানি?
আমরাও জানি না, ওরাও জানে না।
শুধু নিয়ম যখন আছে,
‘যাই’ বলা নাই, বলো, ‘আসি’।

২,৭৮০ বার দেখা হয়েছে

৩৩ টি মন্তব্য : “পাঠ-প্রচেষ্টা”

  1. পারভেজ (৭৮-৮৪)

    "শুধু নিয়ম যখন আছে,
    ‘যাই’ বলা নাই, বলো, ‘আসি’।"
    তাইতো, তাইতো.....
    বিষাদে ভরে উঠলো মন।
    আর মনে হলো, 'যাই' বলাটাও মন্দ কি? কিছু একটা তো বলা হলো তবুও।
    যারা কিছুই না বলে হটাত একদিন গায়েব হয়ে যায় দৃশ্যপট থেকে, তাদের নিয়ে কি করি???


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    বাংলায় লিখতে পারছিলাম না বলে ছটফটিয়ে মরছিলাম এতোক্ষণ, জানো!

    অসাধারণ কন্ঠ তোমার। ভীষণ মুগ্ধ হয়ে শুনলাম। আরো অনেক অনেক অ-নে-ক শুনতে চাই তোমার থেকে। পাঠ প্রচেষ্টা অব্যাহত থাকুক, নূপুর। 🙂 🙂

    জবাব দিন
  3. পারভেজ (৭৮-৮৪)

    আমি নিশ্চিত, তৌকিরও এই কবিতাটা ঠিক এই উচ্চারনে ও এই রকম ভাবেই পাঠ বা আবৃত্তি করতো।
    আবৃত্তি নিয়ে কিছু বলা হয় নাই দেখে আবার ফিরলাম...


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  4. গুলশান (১৯৯৯-২০০৫)

    সহজ ভাষায় গভীর কথা বলতে পারা কবিতাগুলো আমার খুবই পছন্দের। পাঠক হিসাবে আমি যাচ্ছেতাই। পড়ার পরিধি খুবই সামান্য। তারাপদের কবিতা পড়িনি/শুনিনি আগে সম্ভবত। আবৃত্তি দারুণ হয়েছে ভাইয়া। মনে হচ্ছিল, কবিতাটা আরও লম্বা হোক, আবৃত্তি চলতে থাকুক অনেকক্ষণ। শান্ত রাতে খুব লো ভল্যুমে শুয়ে শুয়ে শুনতে থাকি। মাথায় একটা অদ্ভুত আবেশ তৈরি করুক কবিতাটা।

    জবাব দিন

মওন্তব্য করুন : সায়েম (১৯৯৩ - ১৯৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।