অণুব্লগ আন্দোলনে আমিও সামিল

আমাদের এইটুকু দিন সূর্যোদয়ের রঙিন ছটা আর দুর্বোধ্য সব ছন্দাবলির অমলিন কারুকাজে আবদ্ধ থেকে যেতো যদি!
হতাশার ঘেঁষাঘেঁষি স্বপ্নগুলো অথচ কাঁচের জারে বন্দী মাছের মতো পাখনা মেলে আশপাশের ভ্রান্তিময় জগতটাকে না-ভালোবেসে-না-পারার অনুভূতি নিয়ে একটু একটু করে মজে না উঠতে’ কলতলায় কলসি-বালতির ধুন্ধুমার লেগে গেছে — মিহিসকালকে থাপ্পড় মেরেছে খাটা পায়খানার হাওয়া; খবর-কাগজে মৃত্যুর চকচকে উদযাপন, বিজ্ঞাপনী অট্টালিকায় ঢেকেযাওয়াজনপদ আড়মোড়া ভেঙে চায়ের টেবিলে চলে এলে আরেকটি মামুলি দিন তার পরিক্রমা শুরুর আগেই মুখ থুবড়ে পড়ে থাকে

১৫ টি মন্তব্য : “অণুব্লগ আন্দোলনে আমিও সামিল”

  1. মোকাব্বির (৯৮-০৪)
    খবর-কাগজে মৃত্যুর চকচকে উদযাপন, বিজ্ঞাপনী অট্টালিকায় ঢেকেযাওয়াজনপদ আড়মোড়া ভেঙে চায়ের টেবিলে চলে এলে আরেকটি মামুলি দিন তার পরিক্রমা শুরুর আগেই মুখ থুবড়ে পড়ে থাকে

    কথাটা সাংঘাতিক লাগলো। :boss:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    পড়ার পর কেন জানি মফস্বল শহরের একটি ছবি মাথায় ঘোরাফেরা করছে- অবিবাহিত, চাকুরিজীবী একজন মানুষ (অবশ্যই মোটা চশমা পড়া ;)) ) বারান্দায় চেয়ারে বসে চা খাচ্ছে...সামনে টিউবওয়েলে পাড়ে বসে কাজের মহিলা আগের রাতের এঁটো থালাবাটি পরিষ্কার করছে... বাড়ি ওয়ালার ছোট ছেলেটা পাশে দাঁড়িয়ে ব্রাশ করছে... এমন সময়ে পেপারওয়ালা পেপার দিয়ে গেল...


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : মোকাব্বির (১৯৯৮-২০০৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।