রাধাকথন-১০

মহারাজ,
পাথরে
আছড়ে পড়ার চেয়ে
লাট খাওয়া
ঘুড়ি হবো আজ

প্রাসাদের প্রাকার বেয়ে
সরীসৃপ হয়ে
আসে
আত্মাহুতির ভাপ,
জলসাঘর হতে
সরোদ –
বাগেশ্রীর
সুরাময় আলাপ

সুতো কেটে গেছে।
প্রণয়ের দ্রুতলয়
ফুরোল ব’লে,
ওস্তাদজী এবার
ঝালায় চলো
ত্রিতালের
সম্মোহনী বোলে

১,২৫০ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “রাধাকথন-১০”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    ত্রিতালের সম্মোহন কেটে গেলে তবে কাহারবা নয় দাঁদরা বাজাও।

    :hatsoff:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    ঠিক।
    গানের তাল লয় আসলে বুঝিনা তেমন, তবে খানিকটা চর্চা করি বলে বেসিকটুকু মাথায় থাকে।
    তবে পাঠকের জন্যে গুরুপাক হয়ে যাচ্ছে কি না সেটা একটা প্রশ্ন।

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।