রাধাকথন-৮

ও কি ও হে কলংকিনি রাধা
কদমগাছত উঠিয়া আছে
কানু হারামজাদা
মাই তুই জলে না যাইও..

বারাইতে না করসিলো হ্যারা –
তোর লিগা তবু ছ্যারা
রুটি বেলছি আরো দুইখান
মারে আরাল দিয়া
কাজল দিছি,
লিপিস্টিকের বদ্‌লে খিলি পান

আতখা মোড়ে
তর টেম্পো
আতখা যমুনাত
ঢেউ দিছে,
রাধাচূড়াত কম্প

এক আওয়াজ এমুন সোমায়
পানের খিলি টিফিনবাটি
গড়াগড়ি খায় –
লাজে না পিরিতে না,
কানুরে এ এ এ
কিয়ে মোর অঙ্গ জ্বলি যায়?

ইদিক
জর্দার কৌটোখান
মোরে চুপিচুপি কয়,
আ’ট্টু ভালো কইরে
পান সাজাতি হয়!

১,৭৬৭ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “রাধাকথন-৮”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    আমি খোদা-ভগবান খুঁজে বেড়াই।
    না, মান-সম্মান চাই না, ধন-সম্পদ চাই না,
    সুখ-শান্তি সেটাও চাই না।
    প্রভু দুমুঠো খাবার আগে প্রাণ ভিক্ষা চাই।


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।