রাধাকথন-৭

বাসে উঠে’ আজ
‘আ মেরে জান
শাহরুখ সালমান’
চেঁচাবোনা। প্রমিজ!
আজ কোন
প্রসাধন নেই,
উচ্চগ্রাম শিস
করতালি নেই,
নেই জোড়াতালির
উত্তেজক কামিজ

আজ এই আধা-
মানবী নয়
তোর রাধা
হয়ে যাক,
আজ চোখ
সরিয়ে নেয়া থাক।
আজ দশটাকা দিয়ে
পালানো নয় প্লিজ!

১,১৬৪ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “রাধাকথন-৭”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    বুঝতে কিছুটা সময় লেগেছে। কিন্তু ধরতে পেরে আনন্দিত। মস্তিষ্ক বেশ ভালো কাজ করছে তাহলে! 🙂 🙂

    কেমন আছেন নূপুরদা?


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. সামিউল(২০০৪-১০)

    নূপুর ভাই, লগ আউট করতে না পারার বিরক্তেই যদি এইরকম জোশ কবিতা বের হয়, নরমাল সময়ে তাইলে কী যে বের হবে?? 😀 😀 😛

    আপনারে আর লগ আউট করতে দেয়া যাবেনা।
    এডু স্যার কই??


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন

মওন্তব্য করুন : সামি(২০০৪-১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।