ছোট কবিতা-৪

ক। উৎসর্গঃ কবি অরুণ মিত্র
সকলে সূর্যকে করে প্রণাম
আপনার বেলায় ভিন্ন চিত্র,
আপনি করেন হ্যাণ্ডশেক
আপনি যে অরুণ-মিত্র।।

খ। উৎসর্গঃ কবি সুধীন্দ্রনাথ দত্ত
দুচোখ বুঁজে যাচ্ছো দিয়ে
ফাটা ডিমে তা,
ডিম্ব পাছে মাইণ্ড করে
তাই কি ভদ্র তা!

গ। স্মরণঃ দেশভাগ
তখন থেকে
তাড়া দিচ্ছে চলো
তাড়াতাড়ি গুটাও,
তা না
তোমাকে তো নিতে হবে
হেগে থোওয়া গু-টাও!

১,২০৯ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “ছোট কবিতা-৪”

মওন্তব্য করুন : আলী ইমরান (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।