শীতের সকালে চায়কভ্‌স্কি

একটুকরো কালো মেঘ,
তুলতুলে হাওয়ার পাল –
বেহালা হাতে দাঁড়িয়েছে
বিষণ্ণ সকাল।

উদ্বাহু গাছ ওই
ন্যাড়া ডাল নয়,
যেন শিকড়ে বিঁধেছে
ফ্যাকাশে আকাশ!
বাদামি সব পাতারা
হাওয়ার পায়ে পায়ে
ঝরে গিয়ে সার সার
হাঁসের অবোধ ছানা হয়ে
লাল-সবুজের পরোয়া বিনেই
রাস্তা পেরোয়

কি যেন কি নেই
কি জানি কি নেই!
বেহালার ছড়ে ছড়ে
মেঘের কান্নাগুলো
তুষারের মতো ঝরে…..

১,৬৫৮ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “শীতের সকালে চায়কভ্‌স্কি”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    তুষারের কান্না।
    চমৎকার বলেছেন।
    আমার জানালার পাশের গাছের সব পাতা ঝরে গেছে।
    তুষার ও পড়বে কিছুদিনের মধ্যে।
    আরো কিছুদিন পরে হবে তুষারের কান্না।

    আমি জানতাম চাইকোভস্কি। তাইলে ভুল জানতাম। আসলে ওদের নামগুলাই কেমন জানি।
    আর এইটা কিন্তু নতুন না।
    আদম হইলো এডাম
    হাওয়া হইলো ইভ
    নূহ হইলো নোয়া
    ইব্রাহিম হইলো আব্রাহাম
    মূসা হইলো মোজেস
    সোলায়মান হইলো সলোমন
    দাউদ হইলো ডেভিড
    জিবরাইল হইলো গ্যাব্রিয়েল

    আর সারসার না হয়ে কি সার সার হইতো?!?
    জানি মাইন্ড করবেন না তাই বলার সাহস পাচ্ছি।
    :frontroll:


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
    • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

      রাজীব,
      তোমার এ্যাদ্দিনে বুঝে যাবার কথা, বরং ভুল না ধরায়ে চুপচাপ থাকলেই আমি মাইন্ড করবো বেশি। 'সার সার' ঠিক করে দিলাম।
      'চায়' বা 'চাই' এ উচ্চারণের বেশি ফারাক হয়না আসলে।তবে তুমি ভুল সেটাও মনে হয় না।
      বরং 'ভ' এর সংগে 'হসন্ত' দেয়াটা জরুরী মনে হলো বেশি।

      Swan Lake দেখসো? আমার অনেক শখ দেখার।

      জবাব দিন
      • রাজীব (১৯৯০-১৯৯৬)

        দাদা সত্যি বলতে কি ভুল খুঁজি নাই। একটু কনফু হয়ে গিয়েছিলাম।
        না দাদা দেখা হয় নাই।
        আমি এক হিসাবে নিম্ন মধ্যবিত্ত। যদিও জানি বিত্তের সাথে শিল্পের কোনই সম্পর্ক নাই।
        আমার সব মোজার্টে, বিটোভেন, বাখ, চাইকোভস্কি, মেনুহিন, রবীশঙ্কর, আল্লারাখা, আলী আকবর, বড়ে গুলাম আলী, বিসমিল্লাহ খাঁ ২ টেরা হার্ড ডিস্ক ক্র্যাশ।
        মাঝে মাঝে শুইনা শুইনা বোঝার চেষ্টা করতাম। এক পুরুষে কিছু হয় না দাদা। দেখি আমার কিছু চিন্তা-চেতনা দুই মেয়েরে খাওয়াইতে পারি কিনা? হয়তো তারা চিকনী চামেলী আর মুন্নী বাঈ ই খাবে। দোয়া কইরেন।
        সোয়ান লেক দেখি নাই দাদা। ব্যালে বুঝি না। দেখা যাক ভবিষ্যতে যদি কিছু ঢুকে মাথায়।


        এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

        জবাব দিন
        • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

          আ হা রে....
          এ্যাত্তগুলা মূল্যবান জিনিস হারাই গেলো?
          এখন অবশ্য সবই অনলাইন পাওয়া যায় আর পাওয়া যায় লাইব্রেরীতে।
          ফের কালেকশনে নেমে পড়ো।

          বিত্তের সাথে শিল্পের সম্পর্ক তো আছেই। পেইন্টার হতে হলে, গাইয়ে বাজিয়ে হতে গেলে প্রচুর টাকা গুনতে হয় বৈ কি।

          জবাব দিন
  2. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    নুপুর দা,

    ছোট ছোট মেঘে অপরূপ এঁকেছেন অবসাদ্গ্রস্ত আকাশটি...

    সমসাময়িক প্রেক্ষাপটে কালো ধোঁয়ায় ছেয়ে আছে মন-প্রাণ।

    "কি যেন কি নেই - কি জানি কি নেই!" - ঘুরপাক খাচ্ছে আমার নিউরোন থেকে নিউরোনে...
    :boss: (সম্পাদিত) (সম্পাদিত)


    সৈয়দ সাফী

    জবাব দিন
  3. আলীম (২০০১-২০০৭)

    দাদা, মাফ করবে, অপ্রাসংগিক কথা বলেবা এখন। আমি একটা কবিতা দিতে চাই আপনাদের বই মেলার সিসিবি সংস্করণের জন্য। কেমন লেখা দিব বলেন না প্লিজ। আপনাদের মতো পরিচিত লেখক এবং বড় বড় কবি সাহিত্যকদের মধ্যে অন্য কোন লেখা দিতে চাইবার সাহসই নাই আমার। অনেক ভয়ে ভয়ে কবিতার কথাই বললাম। একটু জানাবেন প্লিজ। আমার আগ্রহের কমতি নেই বিন্দুমাত্র।


    -আলীম হায়দার.1312.

    জবাব দিন
  4. আলীম (২০০১-২০০৭)

    দাদা, (আবারো অপটপিক কিছু কথা, কি করব বলেন! যোগাযোগের আর কোন উপায় নাই যে ! কিন্তু আপনার লেখা আমাকে নিতেই হবে.. আশা করি 🙂 আপনি আমাকে নিরাশ করবেন না)

    আপনার সাতটি কবিতা চাই.. প্লিজ.... নতুন না হোক, এই ব্লগে প্রকাশিত হলে সমস্যা নাই, অন্য কোন কাগজে প্রকাশিত না হলেই হলো..

    একটি লিটল ম্যাক'এর জন্য, বইমেলা থেকেই যাত্রা শুরু। ১৫ জানুয়ারীর ভিতরে। লেখা পাঠাবার ঠিকানা, paglaraza@gmail.com. ব্যক্তিগত যোগাযোগ- আলীম হায়দার, ০১৭১৭-৫২২২০৬।

    লেখা পেলে মেইলে উত্তর জানাবো।


    -আলীম হায়দার.1312.

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।