বৃষ্টি-৮

কংকাবতী তোমার ফোনে আজ
অবিরল বৃষ্টির শব্দ লেগে ছিলো

এক ফালি বিদ্যুত!
ক্বড় ক্বড় করে
ভেঙে গেলো আকাশ –
তারপর কলকল
বিষ্টির পাল এসে
আমাদের কথোপকথনে
উঁকি দিয়ে গেলে
এলোমেলো কথার সুযোগে
লাল-সবুজ ট্রাফিক বাতি
নেমে গেছে টলমল পায়,
যেদিকে দুচোখ যায়
এঁকেবেঁকে চলেছে
শহর দাপাবে বলে

অনিয়মের
হুড়োহুড়ি লেগে গিয়ে
সোনা-রূপোর কাঠি
জায়গাবদল ভুলে গেলে
কি ক্ষতি
তোমার শিয়রে
না হয় আজ
বর্ষা বয়ে আনা
এই ফোন জেগে থাক!

১,৫৪৯ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “বৃষ্টি-৮”

  1. রিদওয়ান (২০০২-২০০৮)

    শুরুতেই একটা অন্য্রঅকম চমক, সেটা থেকেছে সবটা অংশে। একটা ফোনালাপের মত সাধারন ব্যাপারের মাঝে যে অসাধারন সাজ বা রং দিলেন, খুবই সুন্দর ভাইয়া। :clap:

    জবাব দিন
  2. অয়ন মোহাইমেন (২০০৩-২০০৯)

    তোমার ফোনে আজ
    অবিরল বৃষ্টির শব্দ লেগে ছিলো

    লাল-সবুজ ট্রাফিক বাতি
    নেমে গেছে টলমল পায়,

    অনিয়মের
    হুড়োহুড়ি লেগে গিয়ে
    সোনা-রূপোর কাঠি
    জায়গাবদল ভুলে গেলে
    কি ক্ষতি

    BEA-utiful, ভাই :thumbup: :thumbup: :thumbup:

    জবাব দিন
  3. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    সাধুবাদ নিন কবি।
    বর্ষায় কংকাবতী'র সোনা-রুপা কাঠির আর মুঠোফোনের নির্ঘুম রাত -পুরোটাই মোহাচ্ছন্ন করে রাখলো আমাকে অনেকক্ষণ।
    :boss: (সম্পাদিত)


    সৈয়দ সাফী

    জবাব দিন
  4. সাকেব (মকক) (৯৩-৯৯)

    ভাই,
    ইদানীং সিসিবিতে একটু অনিয়মিত হয়ে পড়সি।
    এতে লাভ একটাই- আপনার অনেকগুলা লেখা একসাথে উপভোগ করতে পারি। 😀


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  5. সাকেব (মকক) (৯৩-৯৯)
    কংকাবতী তোমার ফোনে আজ
    অবিরল বৃষ্টির শব্দ লেগে ছিলো

    লাইন দুইটা ধার নিলাম, বস!


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন

মওন্তব্য করুন : ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।