প্রলাপ-১০

আস্ত বনাঞ্চলটাই হাঁটিহাঁটি পায়ে
ইটভাটার পেটে ঢুকে গিয়ে
কবে হয়ে গেছে অংগার
শ্বেতবর্ণ দলা দলা মেঘ,
রঙমহলের ঠুমরি শুনবে বলে
শুয়ে আছে
সারসার অভিজাত ইট
পথের দুধার থেকে
হ্যাঁচকাটানে বিদ্যুতের খুঁটিগুলো
কেউ উপড়ে নিয়ে
তারগুলোকে
সেতারের মতো টানটান ধরে
মেঘের আড়ালে
আড়াআড়ি চলে গেছে।
আমি
মাঠে শুয়ে থেকে
ভাটার লকলকে আগুনে
চোখ রেখে
নিখিল ব্যানার্জিকে
আকাশে শুধাই
রাগ হেমন্তের আলাপটা
আরেকবার বাজাবেন প্লিজ?

১,০৫১ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “প্রলাপ-১০”

  1. রায়হান আবীর (৯৯-০৫)
    হ্যাঁচকাটানে বিদ্যুতের খুঁটিগুলো
    কেউ উপড়ে নিয়ে
    তারগুলোকে
    সেতারের মতো টানটান ধরে
    মেঘের আড়ালে
    আড়াআড়ি চলে গেছে।

    দুর্দান্ত কল্পনাশক্তি আপনার। দারুন দারুন লাগলো 🙂

    জবাব দিন
  2. রিদওয়ান (২০০২-২০০৮)

    নুপুর ভাই, অনেক দিন পর ব্লগে আবার নিয়মিত হলাম। শুরুতেই আপনার এই কবিতাটা পড়লাম। কিছু বলার নেই, অন্য সব বারের মতই অসাধারন। খুব অন্য রকম কিছু মনে হল।

    জবাব দিন

মওন্তব্য করুন : রায়হান আবীর (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।