চাটগাঁয়

‘লন, টান দ্যান একখান’
বলে হুস করে
একপাল ধোঁয়া আকাশপানে
উড্ডীন হলে
চাঁদের আলোয়
শহরের গা
বলাকা ব্লেডের মতো
চকচক করে

মগজের গলি ঘুপচি থেকে
গানের কণাগুলো
গলায় এসে গুনগুন করে উঠতে’
রিকশাঅলার কণ্ঠেও
লালন ফকির নেমে আসে,
পেশল মুঠোয় বেলের বদলে একতারা
রিকশার হুড নৌকার ছই –
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে

সাঁইসাঁই পাল তুলে
অতঃপর
মেহেদীবাগ, লাল খাঁন বাজার হয়ে
সাঁই টাইগারপাস পৌঁছে যাবে
এমন সময়-

ভুস করে এক শুশুক।
সাইড দেয়ার আগে’
হাত বাড়িয়ে
বেরসিক হুইসেল
বাজাতে বাজাতে
গঞ্জিকাসেবনের অভিযোগে
দুজনকে নৌকাসমেত গ্রেপ্তার করে

২,১৫১ বার দেখা হয়েছে

২৭ টি মন্তব্য : “চাটগাঁয়”

  1. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    ডাক্তার হইয়া ব্লগে আপনি বেশ মদ-গাঞ্জার প্রেসক্রিপসন দেন। বুঝছি মাইকেল জ্যাকশনের ডাক্তার আপনের গুরু ছিল।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    :-B
    আপনাদেরই ছেড়ে দেয়া ধোয়ার পাল যেনো বোদলেয়ারের আকাশের চলিষ্ণু মেঘ হয়ে গেলো :hatsoff:


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (২০০১-২০০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।