স্নানপর্ব-৭

ঘাটে
চোখাচোখি হতে’
চোখে ডেকেছিলো।
মন্ত্রমুগ্ধ বালক
কবে’ নেমে গেছে
পুকুরে
এক গলা জলে,
বলেছিলো
প্রণয়ের
হবে বিনিময়
সাঁতার শেখার ছলে!

দুপর গড়ালে
মাছেরা দেখেছে
মেয়েটি কোথা!
ধু ধু পুকুরে
বালক
একাই স্থানু
আকণ্ঠ জলে…

৩,০৭২ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “স্নানপর্ব-৭”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    :brick: পাইছি, পাইছি, ইটা পাইছি।
    দাদা একটা ব্যাক্তিগত প্রশ্ন করি, এই যে এতো প্রেমের কবিতা লিখেন, বউদি আপ্নারে কিছু কয় না? নাকি বউদি আপনার প্রেরণা বইলা পার পাইয়া যান!


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
    • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

      প্রেমের কবিতা লেখা কি অপরাধ?
      অবশ্য প্রেরণা কোথা হইতে আসিতেছে তাহার শুলুক সন্ধানে নামিলে অপরাধী সাব্যস্ত হইতেই পারি। 😛
      পার পাওয়ার জন্য যদি তোমার বউদি-রে কই তুমিই প্রেরণা, সিনেমা স্টাইলে ডায়ালগ শুনতে হবে, 'মরণ!' আর কিছু ইটা আমার মাথায়ও পড়বে ধুপধাপ। পার আর পাওয়া হবেনা।পাড়েও ওঠা হবেনা। হা হা...

      জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    নূপুরদা, দারুণ। সুযোগে এই কবিতাখানা ভবিষ্যতে সদ্ব্যবহার করবো 😉
    একটা বই ছাপিয়ে বলুন এ বেলা।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : সানাউল্লাহ (৭৪ - ৮০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।