প্রলাপ-৮

১।
এ পোড়া দেশেও হায়
বৃষ্টি নামে
চশমায়
তেরচা হয়ে….

মাঠ নয়,
শপিং মলের ধু ধু পার্কিঙে
রোরুদ্যমান দুচোখ
বেদিশা থমকে যায়
চরাচরে শুধু
করুণ গাভীর মতো ভিজে চলে
সারসার গাড়ির কাঁচ

২।
আকাশের মতো
এই জানলা জুড়ে
বৃষ্টির পরোয়ানা নিয়ে
দৈত্যের মতন মেঘ এসে
দাঁড়ালে কোনদিন,
বর্ষণজনিত
নাগরিক অসুবিধার
গালগল্প নিয়ে
ওদিকে কফি-মগগুলো
ধোঁয়া ছড়ালে বিস্তর –

বিমর্ষ এই বহুতল থেকে
বৃষ্টির মতন
আছড়ে পড়লে কেমন হয়
ভেবে নিয়ে
বেশ কবিতা লেখা যাবে..

১,৩৪০ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “প্রলাপ-৮”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বছরের প্রথমদিকের বৃষ্টি তো অনেক আনন্দের...কিন্তু আপনি... 😕 :-/
    দেশে আসেন সিসিবির সবাই মিলে একদিন বৃষ্টিতে ভিজব... 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. রাব্বী (৯২-৯৮)

    কবিতার কথাগুলো খুব চেনা চেনা। নিজের অনুভূতির সাথে মিলে যায় যেন। আমার এখানে ক'দিন ধরে বৃষ্টিবাদল চলছে। সেদিন বাসস্টপে দাড়ানো কয়েকজন। হটাৎ কাছাকাছি বিদ্যুৎ চমকে এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো একদম দেশের মতো যে মনটাই কেমন উদাস হয়ে গেলো। ব্যাকপ্যাকে ল্যাপটপ এবং দরকারি জিনিসপত্র থাকায় আর ভেঁজা হলো না। (সম্পাদিত)


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  3. দিবস (২০০২-২০০৮)
    বিমর্ষ এই বহুতল থেকে
    বৃষ্টির মতন
    আছড়ে পড়লে কেমন হয়
    ভেবে নিয়ে
    বেশ কবিতা লেখা যাবে..

    দাদা সেই লেখা 'কবিতা'টা কেমন হবে সেটা নিয়ে একটা কবিতা চাই 🙂 (সম্পাদিত)


    হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি

    জবাব দিন
  4. রেজা শাওন (০১-০৭)

    চমৎকার লাগলো নূপুর দা।

    ছোট একটা জিজ্ঞসা ছিল। চমৎকার এই কবিতা সিরিজের টাইটেলে 'প্রলাপ' কেন?

    প্রলাপ ব্যাপারটাকে তো লোকজন কিছুদিন পরে, দেখা যাবে পজিটিভলি নিচ্ছে। :duel:

    জবাব দিন
  5. তাওসীফ হামীম (০২-০৬)
    বিমর্ষ এই বহুতল থেকে
    বৃষ্টির মতন
    আছড়ে পড়লে কেমন হয়
    ভেবে নিয়ে
    বেশ কবিতা লেখা যাবে..

    :hatsoff:


    চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।

    জবাব দিন
  6. আজিজুল (১৯৭২-১৯৭৮)

    হৃদয় দিয়ে যারা পৃথিবী দেখে, তাদের জীবন ভীষণ কষ্টের !
    আমাদের FCC'র 'আবুল আশরাফ নূর স্যার' তখন বলতেন "কবি মনে ব্যথা দিওনা"।
    তখন ওঁর কথা বুঝিনি, এখন বুঝি। অনেক কষ্ট পেয়ে বুঝি।

    সুন্দর ভাব বিন্যাস। প্রবাসে ভাল থেকো।


    Smile n live, help let others do!

    জবাব দিন

মওন্তব্য করুন : সামিয়া (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।