প্রলাপ-৬

মৃত্যুগুলো দ্যাখো ফুটেছে কী শুভ্রতায়!

এপাশে
ট্রাফিকের দিনভর গোঙানি
লালবাতিতে লটকে থাকে জমাট খুন
আঙুলে গোলাপকাঁটা বিঁধে গেলে
ঠোঁটের সলতেয় আগুন
জুড়ে দিয়ে
প্রেমিকেরা শ্লাঘায়
ডুবে গেছে…

অতঃপর সবাই
ঘুরপথে সব অলিগলি শেষ করে
অইখানে
এপিটাফের
দুলাইনে এসে
পৌঁছুলে
মৃত্যুগুলো সাদা ফুল হয়ে ফোটে…

৯৫৬ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “প্রলাপ-৬”

  1. আজিজুল (১৯৭২-১৯৭৮)

    শাজাহান সিরাজদের দেয়া মৃত্যু দুতের ছাড়পত্র,
    আবুলের দেয়া নোংরা দেঁতো হাসি।
    আল্লার মাল আল্লাহ নিয়ে গেলে,
    কি আছে তাদের কিছু করার?
    - আজিজ।


    Smile n live, help let others do!

    জবাব দিন
  2. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    আচ্ছা বলেন তো বাংলা ভাষার উপর আপনার এতো ভাল দখল হলো কি করে?
    এতো অল্প শব্দ, কিন্তু ভাব কতো বিস্তারিত।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন

মওন্তব্য করুন : ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।