চড়ুই-গল্প

চড়ুই আমার
নিলয় অলিন্দ নিলয় করো
ঘুলঘুলিতে কুটো,
সারিয়ে দেবে
কিসে বলো
হৃৎপিন্ডের ফুটো…

১,০৭৭ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “চড়ুই-গল্প”

    • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

      বোঝার তেমন কিছু নেই আসলে,
      তবু, চেষ্টা করি:
      অলিন্দ নিলয় আসলে হৃৎপিন্ডের প্রকোষ্ঠগুলোর অন্য নাম
      যদিও বাড়িরো (নিলয়) থাকে অলিন্দ....
      ঘুলঘুলি সূত্রে
      ওইটুকুন ছটফটেময় সত্তার
      নিরন্তর যাওয়া আসা
      হৃৎপিন্ডের ফোকর গলে গলে;

      হৃদয়ের ফুটো বুজিয়ে দেবে
      এমন সাধ্য বা সাধ্যাতীত আব্দার
      এই ছোট্ট প্রাণের কাছে করা যায়?
      করে ফেললে কি ছেলেমানুষিই না হয়ে যায়, তাই না?

      জবাব দিন

মওন্তব্য করুন : দিবস (২০০২-২০০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।