স্বপ্নপাঠ

শিয়রে এসে
সবুজ প্রহর
দাঁড়ালে
মধ্যযামে,
স্বপ্নেরা
ঝরে যায়
পাপড়ির
ছদ্মনামে

ছোঁবার
আকুলতায়
পাখিটি
ঘুমকাতুরে
ঠোঁটে
জোটাতে
পেরেছে
কিছু
একপেয়ে
অবকাশ
মোটে….

______________________________________________________________________

রুম্মানের এই ছবি নিয়ে লিখতে গেলে টের পেলাম, কি অসীম রোমান্টিকতাই না ওকে ভর করেছিলো আঁকার সময়। তার কণামাত্রও এ লেখায় ধরতে পারিনি জানি,
শুধু এটুকু বলতে পারি একটি অনন্য অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি আজ সারাদিন।

১৯ টি মন্তব্য : “স্বপ্নপাঠ”

  1. রুম্মান (১৯৯৩-৯৯)

    দাদা,
    অনেক দিন পর............
    খুব ভাল লাগলো ।
    :boss:


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
    • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

      এ ছবিটা আঁকার সময়কার অনুভূতিটা শেয়ার কোরো পারলে...
      কাল সারাদিন ছবিটা নিয়ে একটা যুদ্ধ গেলো, তারপর কোনোমতে এই ক'টা শব্দ/লাইন লিখতে পারলাম। তোমার নিজের ইন্টারপ্রিটেশনটা জানতে পারলে ভালো লাগতো।
      পাখিটাকে একপায়ে এঁকেছো কেন... কি গল্প ভাবছিলে তখন.. এসব আর কি।

      জবাব দিন
      • রুম্মান (১৯৯৩-৯৯)

        দাদা,
        ছবিটা একটা আসল শালিক কে দেখে আঁকা । ওর আসলেই ১টা পা ছিল । ওর তাকিয়ে থাকাটা হয়তোবা ছিল একটা ভাল কিছুর প্রতিক্ষা .........


        আমার কি সমস্ত কিছুই হলো ভুল
        ভুল কথা, ভুল সম্মোধন
        ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
        সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
        ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
        আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

        জবাব দিন
  2. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    রুম্মানের এই ছবিটা আমি দেখলাম না কেন? কোথায় আছে। চোখ ভিজে যাবার মতো সুন্দর।

    কবিটা পড়ে মনে হল আপনি এ বিষয়ে বড়ই এলে্মদার।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
    • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

      ছবিটার নানান ইন্টারপ্রিটেশন হতে পারে, কল্পনার এত সুযোগ থাকার কারণেই ছবিটি একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে.. কখনো পাপড়িতে, কখনো একপায়ে, কখনো তার বিস্ফারিত চোখে, কখনো পেছনের সবুজে চোখ পড়ে আর প্রতিবারই ভিন্ন ভিন্ন ভাবনা ধাক্কা দেয়। ফলে একটা নির্দিষ্ট ভাবনায় স্থির থেকে তাকে গুছিয়ে তোলা বড়ই মুশকিল... একারণেই অনেক-কথা-বলা-ছবিকে কবিতায় বাঁধার নানা সীমাবদ্ধতা থাকে... সব ছবি নিয়ে লিখতে না চাওয়াই বোধ হয় ভালো।অন্তত এছবির ক্ষেত্রে একথা প্রযোজ্য বলে মনে হলো।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      আপু,
      কেমন আছেন ? ছবিটা আমার ফেসবুক এ্যালবামে আছে তো


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  3. রাজীব (১৯৯০-১৯৯৬)

    যে হইতে পারতো বোদলেয়ার সে হাতে ছুরি, কাঁচি নিয়া ঘোরে
    যে হইতে পারতো গ্যগা সে হাতে বন্দুক লইয়া ঘোরে।
    দুঃখ কই রাখি।
    এই না হইলে রঙ্গশালা।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।