বিকেলে-২


ফেনিল মেঘনীলে
ঝাঁপিয়ে
হারিয়ে
গেছিলি মেয়ে,
মনে পড়ে?

আজ এত বিকেল পরে
আকাশের কিনারায়
এই উঁচুতে চড়ে
ঘাড় কাত করে
ঠায় ব’সে আছি,
তোর পালকের
রঙিন ইশারা
যদি চোখে পড়ে
_____________________________________________________________
রুম্মানের আঁকা ছবি নিয়ে ফের কিছু লেখার চেষ্টা চালালাম।
নিজের অজান্তেই দেখছি ‘বিকেলে’ সিরিজ করে ফেলছি এই যৌথপ্রয়াসকে।

২৬ টি মন্তব্য : “বিকেলে-২”

  1. রেজওয়ান (৯৯-০৫)

    অসাধারন ছবি এবং অসাধারন কবিতা :clap:
    নো অফেন্স !!!!
    কিন্তু আমার আবার মহামতি টিটো রহমান এর কবিতার কথা মনে পরে গেল 😛

    টেলিফোনের তারে কাক
    বসে থাকে কালো,
    কত কথা আসে যায়
    বোঝে না বা৹ও
    জবাব দিন
  2. রুম্মান (১৯৯৩-৯৯)

    দাদা,
    বরাবরের মতোই :hatsoff:
    হোকনা বিকেলে সিরিজ,ক্ষতি কি ?


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  3. অয়ন মোহাইমেন (২০০৩-২০০৯)

    কবিতাটি পড়ার পর হঠাৎই অনেক্ষন ধরে হেসেছি। ঠিক সুখের কোনো হাসি নয় ভাই, অদ্ভুত এক হাসি, কিছু পাবার হাসি অথবা না পাবার হাসি। আবেগটি মনে হয় বোঝাতে পারলাম না ভাই, তাই এক কথাতেই বলি

    “অসাধারণ (ছবি ও কবিতা দুটোই)" (সম্পাদিত)

    জবাব দিন
  4. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    দাদা আপনি ইদানিং খালি কবিতা বেশি লিখতেছেন। একটু রান্না-বান্না করেন (যা সবাই খাইতে পারে, এই যেমন শুক্তো)।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।