প্রলাপ-৫

মুঠোবন্দী অনর্থক মুহূর্তগুলো
আঙুলের ফাঁক গলে
ঝরে ঝরে
ক্রমশঃ নাগালের বাইরে
চলে যাচ্ছে দেখে
কুড়োবার ঝোঁকে
আকুল হাত বাড়াতে
দানাগুলো মুহূর্তে
সময়ের গেলাশে
মিশে
যেতে
যেতে
জানান দিয়ে যায়
অর্থ রয়েছে কেবল অর্থহীনতায়

১,৫৩৬ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “প্রলাপ-৫”

  1. রুম্মান (১৯৯৩-৯৯)

    বস,
    আমগো জয়েন ভেঞ্চারের কোবতে কই ?


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  2. রাব্বী (৯২-৯৮)
    অর্থ রয়েছে কেবল অর্থহীনতায়

    দুর্দান্ত লাগলো নূপুর'দা।
    নতুন করে কি আর প্রশংসা করবো, বলুন। আপনার প্রত্যাবর্তনে খুশি হলাম।


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  3. সাব্বির (৯৮-০৪)

    বরাবরের মতোই দূর্দান্ত কবিতা।সহজ, সত্য এবং সুন্দর।
    আমার কাছে আরো ভালো লাগতো যদি জায়গামতো কিছু যতিচিহ্ন বসাতেন। যেমনঃ শেষ লাইন "জানান দিয়ে যায়" এর পর " - " কিংবা " ; "।
    (আমার আবার নাটক ভালো লাগে কীনা তাই!)
    আপনি ফুলটাইম কবিতা লিখে পার্টটাইম ডাক্তারী করলেও পারেন।
    আপনার এখনও কোনো বই নাই (যদিও যদু মধু কদু সবাই বই লিখতেছে!);হতাশাজনক ।
    কিছু সময় হাতে নিয়ে বসে পরেন। আমরা কিনেই বোধ হয় খরচ তুলে দিতে পারবো!

    জবাব দিন
    • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

      আ হা... ফুলটাইম লিখতে যদি পারতাম!
      ডাক্তারিও কিন্তু করিনা আজকাল, এখন টেস্টটিউব আর বীকারের সংগে নির্বিকার সহাবস্থান করে আছি।

      তোমার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
      একটু খেয়াল করলে দেখবে লেখাটি আসলে একটিই বাক্য,
      যতিচিহ্ন ছাড়াই। দীর্ঘ ঢেউখেলানো বাক্যে হাত মকশো করার চেষ্টা হিসেবে লিখেছিলাম,
      কবিতা হিসেবে নয়।

      জবাব দিন

মওন্তব্য করুন : মহিউদ্দিন (৯৫-০১ বকক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।