প্রলাপ-২

ছাইরঙা মেঘের ভেতরে মাথা গুঁজে দালানগুলো সব দাঁড়িয়ে, আত্মহননের প্ররোচনা নিয়ে কোথাও কোথাও দুয়েকটা জানলা কি বিপজ্জনকভাবে খোলা যেন বৃষ্টি এলেই টুপটাপ লাফ দেবে বিমর্ষ শহরবাসী! নীচে রাস্তায় লালবাতি-ভাবনায় জমে গেছে যানবাহনের ঢল। বিষাদের সবথেকে পলকা ভারটুকুও সরাতে না পেরে রাশভারী ক্রেনটি শেষমেশ ঘাড়কাত ক’রে দূরে বিজ্ঞাপনের হাসিমুখ দেখে খুশি হবার ভান করে…..

শেষে বৃষ্টি নেমে এলে জেগে ওঠে হাউজিং এর বিজ্ঞাপনী বনাঞ্চল, ক্লোরোফিলবিহীন বিস্তৃত সবুজ। বস্তুত শহরময় আজ কংক্রিটের দাপাদাপি শুধু।

বাড়িফেরার পথে পথে সকলের এন্তার অভিযোগ, দুর্মূল্য হয়ে গেছে নাকি সমস্ত মানবীয় বোধ। শহরবাসী তবু টিমটিমে সন্ধ্যেয় ফিরে এসে’ সন্তানকে বুকে চেপে ধরে, সান্ত্বনার স্বর্গ বানাবে বলে। তাকে মানুষ বানাবার নিষ্ফল অভিপ্রায় ব্যক্ত করে….

১,৭০৫ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “প্রলাপ-২”

  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    দাদা, সত্যি বলতে কি আমার মোটা মাথায় আপনার প্রলাপ-১ টা ঠিকমত বুঝি নাই 🙁
    কিন্তু এটা পড়ে :just: ফিদা হয়ে গেলাম আবারো। কিভাবে এমন করে লেখেন? বললাম একটা দিনের জন্য আপনার মাথাটা ধার দেন, তাও দিলেন না!

    দুর্মূল্য হয়ে গেছে নাকি সমস্ত মানবীয় বোধ। শহরবাসী তবু টিমটিমে সন্ধ্যেয় ফিরে এসে’ সন্তানকে বুকে চেপে ধরে, সান্ত্বনার স্বর্গ বানাবে বলে।

    :boss: :boss: :boss: :boss: :boss:


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  2. সাব্বির (৯৮-০৪)

    "বিষাদের সবথেকে পলকা ভারটুকুও সরাতে না পেরে রাশভারী ক্রেনটি শেষমেশ ঘাড়কাত ক’রে দূরে বিজ্ঞাপনের হাসিমুখ দেখে খুশি হবার ভান করে…"
    :just: আমার কয়েকদিন আগে লিখে ফেলছেন এই যা, নইলে......... B-)
    (সহজ ভাষায় অসাধারন, কঠিন ভাষা পারিনা)

    জবাব দিন

মওন্তব্য করুন : আয়েশা (১৯৯৩-১৯৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।