পাঠে যেদিন মন বসেনি

অতোটা পথ ঘেঁটে
শেষতক রিডিং রুম এসে
প্রায়-ছেঁড়া স্যান্ডেল ছেড়ে
কার্পেটের তুলতুলে পেটে
তুমুল হাঁপাচ্ছিলো
ধুলোমাখা,
খরখরে দশটি আঙুল।
পাশেই
শাড়ির সবুজ পাড় ঘেঁষে
জারুল বরণ নোখপালিশ
মেলে ধ’রে
একজোড়া পরিপাটি পাতা
‘এক্কেবারে যা তা’
অস্ফুটে বলে ওঠে।
হয়তো হবেনা বলা ঠোঁটে,
আঙুলগুলো অবিরাম ভাবে
সনখ-ঝাঁপানো
ধুলোমাখা চুমোর এলোমেলো কথা।

ওপরে শুধু পাতা উল্টে চলে,
রাজত্ব করে প্রাত্যহিক নীরবতা।

২,৫৭৫ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “পাঠে যেদিন মন বসেনি”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    কতদিন পর নূরুর ভাই 🙂 কবিতা বরাবরের মতই দারুন :boss:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ও নূপুর ভাই,
    অনে কি ওবামার কান্ট্রিত চলি গিয়্যুইন!!

    অনেকদিন পর সিসিবি'তে আসলেন। জীবনের চাপে বোধহয় পাঠ থেকে মন জোর করে ঠেলেও সরাতে পারছেননা 🙁 অথচ সরল সহজ স্বাভাবিকতাতেইতো মন পাঠ থেকে উঠে যেতে চাইতো!


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : আহমদ (৮৮-৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।