সৌমিত্রকে

কেবল সৌজন্যে বলেছি, মিত্র,
ডেকেছি, আয় বুকে আয়।
কি করে যে এত বিচিত্র
লিখিস, ঈর্ষায় বুক ফেটে যায়….

২,৫৯৬ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “সৌমিত্রকে”

  1. তাইফুর (৯২-৯৮)

    মাত্র চার লাইনের একটি ব্লগ লিখিয়া নূপুর'দা ৩৭ পূর্ণ করিলেন ...
    :bash: :bash: :bash:

    (আমার সৌমিত্র হইতে মঞ্চায় =(( )


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    আমি সৌমিত্র হইতে চাই, তারপর নুপূরদা হইতে চাই 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. আন্দালিব (৯৬-০২)

    আপনার কবিতাটা মন্তব্য হইলে "" দিতাম। আমারও এই মাত্র ছন্দ দিয়ে লেখা একটা কবিতা পড়ে সৌমিত্রের উপরে ঈর্ষায় গা জ্বলছে। 😛 😛

    সিসিবি'তে কবিতা আর কবির এমন বৈচিত্র্য দেখে যে কী আনন্দ হচ্ছে আমার...! :boss:

    জবাব দিন

মওন্তব্য করুন : আন্দালিব (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।