হোয়াইট ওয়াশের জন্যে আমাদের চাই ২৪৯

২৪৮ করে অল আউট হয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের লক্ষ্য : ২৪৮+১।
সিসিবি লাইভ টেলিকাস্টে আসুন সবাই
দলবেঁধে যোগদান করে
খেলাটাকে জমাই…..

১৩,৭৬৬ বার দেখা হয়েছে

২১৪ টি মন্তব্য : “হোয়াইট ওয়াশের জন্যে আমাদের চাই ২৪৯”

  1. রকিব (০১-০৭)

    একটা লিঙ্ক দরকার খেলা দেখার।
    নুপূর ভাইয়া, তৌফিক ভাইয়া- জোরালো আবেদন রাখছি, একটু যদি জানাতেন প্লীজ :teacup: :teacup:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    রাজ্জাকরে পিডানির ইচ্ছাটা কোনমতেই দমায়া রাখতে পারতেছিনা 🙁
    বোলিং খুব খারাপ হইছে, পাল্লা দিয়া ফিল্ডিং। আরো অনেক কমে উইন্ডিজ পার্টিরে বাইন্ধা ফেলা দরকার ছিলো।
    আমাদের প্লেয়ারদের বডি ল্যাংগুয়েজ আজকে কিছুটা রিল্যাক্স ছিলো 😡
    ব্যাটিং এ এইটা না থাকলেই হয়।
    চুঙ্কাম্দেখার্শায় :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. সাল্লু (৯২/ম)

    মাইরের মা-বাপ নাই। খামারের ককরোচ (Khemar Roach), দারুন স্বামী ( Darren Sammy) ইত্যাদিকে বুঝিয়ে কিরকেট কারে কয়। বাংলাদেশ টিম আমার মতো সুপার-হাইপার এক্সাইটেড না হইয়া গেলে হোয়াইট ওয়াশ কনফার্ম।

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    খেলা দেখিনা, কোন কম্পিটিশন নাই, এই খেলা দেইখা কী হবে!
    জি-প্রিমিয়ারে 'মুন্নাভাই এমবিবিএস' দেখাইতেছে, ওইটা দেখি। :grr:

    সুবাহ হোগায়ি মামু।!


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  5. কামরুল হাসান (৯৪-০০)

    :))

    আমি খেলা দেখিনা
    গান শুনি
    বন্ধু তুমি কই কই কই...............


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  6. কামরুল হাসান (৯৪-০০)

    সামী ভাই ওয়েষ্টিন্ডিজে খেলে এইটা জানতাম না! :grr:
    বোলিং করতেছে দেইখা চিনতে পারলাম !


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    সাকিব-আশরাফুলের ব্যর্থতার পরেও দারুন খেলে ম্যাচ জিতল... দারুন টীম এফোর্ট :hatsoff: :hatsoff: :hatsoff:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. আমিন (১৯৯৬-২০০২)

    আমিতো দেখি সারারাত খেলা দেখলাম অথচ আড্ডায় আসতে পারলাম না।
    ভাল্লাগতাসে, উটুরে মেসেজ পাঠাইতে ইচ্ছা করতেসে এ্যাশ ভালো না খেললেও দেশ জিতে। 😀 😀 😀

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।