বৃষ্টি-৫

এই বিষ্টিতে একলা থুয়ে
‘অলা তার কই চলে গেছে
কে জানে,
সে শুধু হুড তুলে
চুপচাপ বসে আছে
বিমর্ষ মেঘলা প্রাণে।

কাকভেজা কাটে তার
বৃষ্টির একাকী বিকেল
পারেনা বাজাতে আহা
টুংটাং অভিমানী বেল….

২,০৭০ বার দেখা হয়েছে

২৬ টি মন্তব্য : “বৃষ্টি-৫”

  1. সৌমিত্র (৯৮-০৪)

    নূপুর ভাই, চিত্রকল্প তৈরিতে আপনি দেখছি সিদ্ধহস্ত! এই ব্যাপারটা এখনো ভালো করে আয়ত্ত্ব করতে পারলাম না অথচ এটা ছাড়া কবিতা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমার ইচ্ছা আপনি আমাকে এবিষয়ে গঠনমূলক মন্তব্য করে সাহায্য করবেন।

    জবাব দিন

মওন্তব্য করুন : সাজিদ (১৯৯৩-১৯৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।