বাংলাদেশ কি পারবে?

আশরাfool এইমাত্র আউট।
বাংলাদেশ: ১৯১/৪, ৩৬।৫ ওভার।
দরকার আরো ৮৪ রান, ৭৮ বলে।
দেখা যাক!

৭,৩২৫ বার দেখা হয়েছে

১১২ টি মন্তব্য : “বাংলাদেশ কি পারবে?”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    এক্কেবারে সময়মত আইসা আশ্রাফুল্টা আউট হইলো 🙁
    তবে আউট অফ ফর্ম একটা ব্যাটস্ম্যান যা কইরা দিছে তাইতো অনেক, বলও তেমন খায়নাই। বাকি ছয়টা মিল্যাতো এই রান কইরা ফালানো উচিত।
    সাকিব খুব রিস্ক নিয়ে খেলতেছে, এইটাই ভয় লাগতেছে 🙁


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    দারুণ লাগলো এই খেলাটা এভাবে সিসিবিতে দেখতে পেরে...
    তৌফিক কে স্পেশাল থ্যাংকস live streaming এর খবরটা দেয়ার জন্য...
    আজ ঘুমাইতে ইচ্ছা করতেসেনা...

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ওয়েস্ট ইন্ডিজের এই টিমটা কোয়ালিটিতে আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের কাছাকাছি। নেক্সট যেহেতু জিম্বাবুয়ে সিরিজ, তাই এই জয়গুলো ভালৈ কাজে আসবে। আর চেজ করে এত রান আমরা এর আগে কারো সাথেই করতে পারিনি, তাই এটিও একটি ভালো ইংগিত। সবচেয়ে ভালো দিকটা হল, আমরা এখন একটা টিম হিসেবে খেলছি। একক কারো দিকে চেয়ে নেই (যদিও সাকিব সেই ওয়ান ম্যান হচ্ছে প্রায়ই)
    নেক্সট ফর্টিন মার্ডার তাই মাফ 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    আমি ভাবতেছি এখন থেকে বাংলাদেশের খেলা থাকলেই ঘুম দিব, আমি ঘুমাইলেই দেখি বাংলাদেশ জিতে যায় 😀


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : দিহান (অতিথি)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।