রাতে

স্বপ্নে বেড়াতে এসে
মশারীতে আটকে
গেছি শেষে,
বুঝি নিস্তার নেই।
সবুজ আলোয় মাপি
জালের বিস্তার,
নিদ্রিতকে
পৌনপুনিক তরংগ
পাঠাতে থাকি:

জোনাকি মরে গেলে
তাকে দেখতে পাবার কোন
জো আছে নাকি?

১,৭৫৬ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “রাতে”

  1. কামরুল হাসান (৯৪-০০)
    জোনাকি মরে গেলে
    তাকে দেখতে পাবার কোন
    জো আছে নাকি?

    ইস! এমন একটা লাইন লিখতে পারলে আমার জীবন স্বার্থক হয়ে যেত।

    আপনার কবিতা পড়লে শুধু ইচ্ছে করে সিসিবি থেকে একটা কবিতা সংকলন বের করি।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    সিরাম সিরাম :boss: :boss: :boss:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  3. আহা! কী চমৎকার !

    ভাই সিরাম হইছে শেষ লাইন কয়টা, অল্পের মধ্যে এত্তো সুন্দর প্রকাশ!
    :boss: :boss:

    অফ টপিকঃ ভাই, আমার গতকালের কবিতায় কোন কমেন্ট দেখি নাই আপনার 🙁 🙁 🙁 অখাদ্য হইছে নাকি ভাই? 😕

    জবাব দিন
    • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

      তোমার লেখা পড়েছি ফয়সাল,
      ভালো লেগেছে বলে দু'তিনবার পড়েছি।
      তবে আমার মনে হচ্ছিলো
      তোমার সংগে সময় নিয়ে বলবো;
      শুধু ভালোলাগা নয়, কবিতা আরো কিছু
      দাবী করে। একটা আনকোরা ভাব থাকা চাই
      নতুন কবিতায়। এমনি আরো অনেক কথা...
      তোমার অন্য লেখাগুলোও সময় নিয়ে পড়বো..
      কারণ আমি মন্নে করি, তুমি বেশ সিরিয়াস কবিতা নিয়ে।
      লিখছো, অন্যদের লেখা পড়ছো, ভাবছো।
      এটা খুবই আশার কথা।
      এমনিতে আমি খুব বেশী মন্তব্য করে
      উঠতে পারিনা। তাড়াহুড়ো করে তো নয়ই।
      ইদানিং ভয়ংকর ব্যস্ত আছি।
      হুটহাট যা মনে আসে লিখছি,
      কিন্তু সিসিবির কোন লেখাতেই তেমন
      কিছু বলে উঠতে পারছিনা যেন।
      তবে সবার লেখা পড়ার চেষ্টা করি,
      কবিতার প্রতি পক্ষপাতসহ।
      কিছুদিনের মধ্যে কথা বলা যাবে ভালো করে।
      তোমার কাছে আমার অনেক কিছু শেখার আছে।
      লিখে যাও। অনেক অনেক লিখো।

      জবাব দিন
      • ধন্যবাদ ভাইয়া, এত্তো বড় আর যত্ন নিয়ে করা মন্তব্যটার জন্য......
        আপনার ব্যস্ততা কমে আসুক, ধীরে ধীরে কিছু অবসর পেয়ে আবার একটু লেখালেখি করেন, এটাই আশা করছি ভাইয়া।

        আমার কাছে শেখার আছে টাইপ কি একটা বললেন মনে হইলো... :shy: :shy: আমিতো ভাইয়া কিচ্ছু জানিনা... খুব সাদাসিদা...

        আপনার মেইল এ্যাড্রেস জানিনা ভাইয়া। আমারটা হইলোঃ
        mahmud1906 এ্যাট ইয়াহু/ জিমেইল ডট কম।

        অবসর শেষে ফিরে আমাদের চমৎকার কয়েকটি কবিতা উপহার দিবেন আশা করি...

        জবাব দিন
  4. মহিব (৯৯-০৫)

    খুব ভালো লাগলো।
    কিন্তু আমার ব্যক্তিগত মত হইলো- শেষের তিন লাইন বোল্ড করে দেওয়ার কোন দরকার ছিল না।
    আগের লাইনগুলা যেন শেষের অসাধারণ তিনটা লাইন বলার জন্যই একটা ভূমিকা মাত্র- বোল্ড করার ফলে এ জিনিসটা বারবার মনে হচ্ছিলো। 🙂

    জবাব দিন
  5. আন্দালিব (৯৬-০২)

    কবিতাটা অনেক সংবদ্ধ লাগছে। খুব জমাট বাঁধা। আপনার এই ফরম্যাটে, ছোট ছোট বাক্যে লেখা কবিতাগুলো আমার খুবই ভালো লাগে।

    অন এ ডিফারেন্ট নোট, আপনি গদ্য কবিতা লিখলে পোস্ট কইরেন। পড়ার শখ হচ্ছে! 😀

    জবাব দিন

মওন্তব্য করুন : কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।