এক্স ক্যাডেট আমি

ঘুম ভাঙেনা হারি আপে
মার্চ আপে আর হয়না লেট
হয়না দেখা বাইরে আমি
ডাইনিং হলে বন্ধ গেট।

হয়না করা পিটি আজ আর
করিনা জয়েন প্যারেডে
করিনা আজ আর রিকুয়েস্ট দোস্ত
জুতা পালিশ করে দে।

হয়না আজ আর ব্রেকফাস্টে
ব্রেড পরোটার মস্ত ধুম
মিস করি খুব বোরিং ক্লাসে
বীরের বেশে নিত্য ঘুম।

সোম বুধবার ঝড় ওঠেনা
হয়না খাওয়া খিচুড়ি
ওভার ডায়েট হতো সেদিন
সবাই খেতাম পেট ভরি।

কোয়াইট আওয়ার ক্লান্ত ছিলাম
ঘুমের দেশে নীরব সব
গেমস টাইমের বেল পড়লেই
শুরু হতো কলরব।

গেমস টাইমে হয়না খেলা
হয়না স্মাশ, হয়না গোল
মন খারাপ করিয়ে আর
বাজায়না আজ কেউ বিউগল।

গেমস শেষে আর হয়না ছোটা
খাদ্য গুদাম ক্যান্টিনে
হয়না খাওয়া একসাথে সব
সপ্তাহ জুড়ে সাতদিনে।

হয়না আজ আর মাগরীব মোর
রোজ সন্ধ্যায় জামাতে
এখন আমি ব্যাস্ত ভীষণ
আটকে তখন জ্যামেতে।

টি শেষে আর হয়না এখন
সন্ধ্যা থেকে নিত্য প্রেপ
মনে আছে ক্লান্তি ঘুমে
পড়ালেখার করুণ শেপ।

ডিনার গুলো গল্প খাওয়ায়
লাগতো আমার মজার বেশ
স্বপ্ন ছিলো তখন কখন
প্রেপ খানা মোর হবে শেষ।

প্রেপ শেষের বেল দিতেই
পালিয়ে যেতো আমার ঘুম
দৌঁড়ে যেতাম সোজা হাউজে
কাঙ্খিত সেই টিভি রুম।

দিনটা আজ আর হয়না শেষ
লাইটস অফের ঐ বেলে
এখন চাইলে রাতভর মোর
রুমের বাতি জ্বলে।

মিস করি খুব রাতগুলো সেই
আড্ডা গান আর মাস্তি
সব ছাপিয়ে মিস করি খুব
আমার সোনার দোস্তি।

হয়না খাওয়া ইংলিশ ডিনার
ইডি নানান দোষে
জন্মদিনে সারপ্রাইজ কেউ
দেয়না ভালোবেসে।

আজ পকেটে মানিব্যাগে
সঙ্গে থাকে টাকা
কুপন ছাড়া তবুও কেমন
বড়ই লাগে ফাঁকা।

মিস করার এক লম্বা লিস্ট
জ্বলছে আমার নলেজে
মিস করি সেই বছর ছটি
সিলেট ক্যাডেট কলেজে।

২,০৪৭ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “এক্স ক্যাডেট আমি”

  1. জিহাদ (৯৯-০৫)

    চমৎকার ছড়া, নাজমুল!

    আলাদা করে কোট করলাম না, কিছু কিছু জায়গায় ছন্দ একটু গোলমেলে হয়েছে, কিন্তু বাকিটুকুর চমৎকারিতায় সেটুকু বোধহয় ছাড় দেয়া যায়।
    আর প্রতি লাইন পর এক্সট্রা স্পেস চোখে লাগছে। ওটা ঠিক করে দিও।

    ব্লগে স্বাগতম এবং ছড়া লেখালেখি জারি থাকুক।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  2. নাফিস (২০০৪-১০)

    নাজমুল , শুরুটা এভাবে করলে ভালো হতো না ,

    "আমার নাম নাজমুল, আমি এখন একটি ছড়া বলবো" 😀

    এনিওয়ে , জাস্ট কিডিং 😛 জোকসে মাইন্ড করোনা। ভালো লিখেছো। আরো লেখার চাই সামনে ! (সম্পাদিত)

    জবাব দিন
  3. রাজীব (১৯৯০-১৯৯৬)

    এই পোলায় দেখি ফ্রন্ট রোল না দিয়াই সেকেন্ড লেখা দিয়া দিছে।
    হোয়াট্স গোইং অন বয়েজ???


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    ব্লগে স্বাগতম নাজমুল, আগে কুইক ১০টা ফ্রন্টরোল লাগাও, তারপর বাকি কথা বলতেছি।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : নাফিস (২০০৪-১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।