নতুনের আগমন

দিন আসে দিন যায়। সময়ের ঘোড়সওয়ার আমরা পুরাতন হতে হতে নতুনদের দেখি। আবার আশান্বিত হই। উদ্বেলিত হই। নিজের এক হাতের জায়গায় দশ হাতের অস্তিত্ব অনুভব করি। একতাই বল – সেই ছোটবেলায় শেখা বাণীটার মর্ম অনুধাবন করি। স্বপ্ন শাণিত করি। ভাবনায় ভেসে উঠে – হবে। যা হওয়ার কথা ছিল, হয়নি – তা হবে। যা হওয়ার কথা – তাও হবে। নতুন প্রাণ, নতুন আশা। আবারও নতুন করে স্বপ্ন দেখা।

আমি তখন তৃতীয় কী চতুর্থ শ্রেনীতে পড়ি। সে সময়টাতে কুমিল্লায় ছিলাম। একদিন এক বান্ধবীর সাথে তার বাসায় গেলাম। বান্ধবীর ছোট বোনকে দেখলাম। চোখদুটো ছিল খুব দৃষ্টিকাড়া। তারপর আবার ঢাকায় চলে আসলাম – ক্যাডেট কলেজে ভর্তি হলাম। তখন দশম শ্রেনীতে ছিলাম। কলেজে একটা উৎসব উৎসব ভাব। নতুন একটা ব্যাচ আসছে। মনে মনে আমি নিজে কিছুটা উত্তেজিত ছিলাম কারণ এই ব্যাচে আমার এক খালাতো বোন আসছে। নাম প্রীতি। ডাইনিং রুমে নিজের টেবিলের সামনে দাঁড়িয়ে আছি – হঠাৎ দেখি এক জোড়া খুব গভীর কালো চোখ। চোখদুটোকে খুব পরিচিত বলে মনে হলো। কিন্তু ঠিক ঠাহর করতে পারলাম না কোথায় দেখেছি। পরের প্যারেন্টস ডেতে দেখা হলো আমার সেই কুমিল্লা শহরের ছোট্টবেলার বান্ধবীর সাথে। ওর সেই ছোটবোনটি সে বছর ক্যাডেট কলেজে ঢুকেছে। সমাধান হলো সেই গভীর কালো চোখের রহস্যের।

ক্যাডেট কলেজ থেকে বের হওয়ার পর জুনিয়রদের সাথে তেমন একটা যোগাযোগ থাকে না – যদি না কমন কোন প্রেক্ষাপট থাকে। কিভাবে কিভাবে জানি ক্ষীণ হলেও আমার সেই মেয়েটির সাথে যোগাযোগ ছিল। সেই মেয়েটিই আমাকে পরিচয় করিয়ে দিল সিসিবির সাথে। বলার মতো মেয়েটির অনেক গুণ। সেসব কারণে নয়, মেয়েটির অসম্ভব উন্নত মানবীয় গুণাবলীর কারনে সে আমার একজন খুব পছন্দের মানুষ।
গত ১৩ই মে সেই মেয়েটি প্রথম মা হলো। ছেলের নাম ইয়ান। আমি মনে প্রাণে দোয়া করছি ইয়ানের সুস্থ সুন্দর জীবন এবং এই নতুনের আগমনে উড়ে যাবে ধরনীর বুকে অনেকদিন ধরে জমে থাকা কিছু ময়লা।

যারা বুঝে যাওয়ার তারা এতোক্ষণে সেলিনার কথা বুঝে গেছে নিশ্চয়।

Yan's photo

৫,৫৫৬ বার দেখা হয়েছে

৫৫ টি মন্তব্য : “নতুনের আগমন”

  1. রকিব (০১-০৭)

    সেলিনা আপু এবং বাবুর জন্য শুভেচ্ছা রইলো। পিচ্চি দেখি চরম কিউট, বুঝছি বড় হইলে আমার মতোই হ্যান্ডসাম, গুড লুখিং হবে। 😛


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. সামিয়া (৯৯-০৫)

    selina apaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
    কি আজিব...উনার বাবু হইসে, পিচ্চি মানুষটার বাবু হইসে...কি আজিব...উনাকে আমার শুভেচ্ছা দিয়েন...বাবুকে আমার আদর দিয়েন...
    এমেকের মিটিঙ্গে গিয়ে দেখি পিচ্চি দেখে একটা মানুষ দোউড়াদৌড়ি ছুটাছুটি করে কি জানি তুলতেসে, আমি ভাবলাম আমাদের চেয়ে একটু বড় হবে বুঝি, পরে শুনি এই পিচ্চি আপা বুয়েটের টিচার...

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    আপু,
    একটা টাইপো আছে বোধহয় শিরোনামে এবং পোষ্টেও।
    নতূন = নতুন হবে যতদূর মনে পড়ে। :-B
    একটু চেক করে এই কমেন্টটা মুছে দিয়েন প্লিজ।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    শান্তাপু, সেলিনাপুকে বলবেন সিসিবির এড্রেস www.cadetcollegeblog.com উনি ১০/১২ বছর লগইন করেন না তো, সম্ভবত ভুলেই গেছেন... x-(

    ভাগ্নের জন্য রইল অনেক অনেক আদর এবং শুভ কামনা... 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    ভাগিনা,
    এই গ্যাঞ্জাইমা দুনিয়াতে আসার কি দরকার ছিল ! x-(
    পড়েছ মোঘলের হাতে,খানা খেতে হবে সাথে।
    এসেই যখন পড়েছ বি এ ফাইটার :gulli2: :gulli2:
    তোমার জন্য অনেক অনেক আদর আর শুভ কামনা।
    আপুকে অভিনন্দন।

    জবাব দিন
  6. কামরুল হাসান (৯৪-০০)

    কুমিল্লার পোলা, একশ টাকা তোলা। দেখলেই বোঝা যায় এই পোলা বড় হইয়া মামাদের ইজ্জত রাখবে। সাব্বাস। 😀

    সেলিনাপি, অভিনন্দন। দুলাভাইকেও।
    কেক্কুক পার্সেল করেন।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  7. আহমদ (৮৮-৯৪)

    বাবুটা মাশাল্লাহ অনেক অনেক কিউট হয়েছে।
    ভাগ্নের জন্য অনেক অনেক আদর।
    সেলিনাকে অভিনন্দন।
    শান্তাপুকে এই পোষ্টের জন্য ধন্যবাদ।


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  8. মেহবুবা (৯৯-০৫)

    সেলিনা আপা,অনেনেনেনেনেনেনেনেনেক্কক্কক্কক্কক্কক্ককগুলা অভিনন্দন।
    পিচ্চিটারে আমার হইয়া একখানা কামর দিয়া দিয়েন।মাশাল্লাহ।
    সিসিবির পরিবারের এই নতুন সদস্যটারে যোগ করার জন্য আপনারেও অভিনন্দন।

    জবাব দিন
  9. আশহাব (২০০২-০৮)

    সেলিনা আপুকে অভিনন্দন আর পিচ্চিটারে আমার হইয়া একখানা কামর কপিরাইট@মেহবুবা আপা 😀 :hug:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  10. ফাকিবাজ ক্যাডেট, এত্তু দেরি 😛 । ভাগিনা পোলা তো নয় আগুনের ই গোলা, অনেক অনেক বড় হ ভাগিনা, তবে মামাগুর মত পুংটা হইছ না।

    সেলিনা আপাকে অভিনন্দন আর ধন্যবাদ শান্তা আপাকে

    জবাব দিন

মওন্তব্য করুন : সাকেব (মকক) (৯৩-৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।