আচার০০৩: ফটোব্লগ

নিউফাউন্ডল্যান্ডের বিভিন্ন জায়গায় তোলা। লেখালেখির মাঝে দেখা যাক আলোকচিত্র বৈচিত্র্য আনতে পারে কিনা। ভালো থাকবেন সবাই।

২,৩০৩ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “আচার০০৩: ফটোব্লগ”

  1. তৌফিক (৯৬-০২)

    মুহাম্মদ (৯৯-০৫) বলেছেন,

    অক্টোবর ১২, ২০০৮ @ ৭:৫৪ অপরাহ্ন · সম্পাদনা

    ছবিগুলা খুব সুন্দর। কারেন্টের লাইনের ছবি অনেকগুলাই দেখছি। কিন্তু এইটা একদম অন্যরকম।
    ভবিষ্যতে আরও ছবি ব্লগ পাবো আশাকরি। এই সুযোগে আমাদের কানাডা (দূর)দর্শন হয়ে যাবে।

    জবাব দিন
  2. কামরুলতপু (৯৬-০২)

    এইসব ছবিরে আমরা কলেজে থাকতে বলতাম পোষ্টকার্ড ছবি। সেভেন ডেজ এ গিয়ে পোলাপান বহুত পোষ্টকার্ড ছবি তুলছিল।তৌফিক তোর পোষ্টকার্ড ছবি দেখে কঠিন লাগছে।

    জবাব দিন

মওন্তব্য করুন : তৌফিক (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।