ব্লগরোল ০২

১।

ভার্সিটি থেকে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আমি যেখানে থাকি, সেইটা বিষুবরেখা আর উত্তরমেরুর মাঝামাঝি একটা জায়গা। গ্রীষ্মকালে এখানে সন্ধ্যা বলতে রাত নয়টা। তাই ভার্সিটি থেকে বাসায় ফিরে হাঁক দেই, খিদা লাগছে। বউ খাবার বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে জিজ্ঞাসা করে দিন কেমন গেল। আমি বলি, DDSB। মানে, ডিফারেন্ট ডে সেইম বুলশিট। এইটা মোটামুটি নিত্যদিনের রুটিন। তবে ওইদিন নিয়মের ব্যতিক্রম করে ফেলল বউ। চোখমুখ সিরিয়াস করে অন্য একটা প্রশ্ন করল আমাকে, আজকে কোন কাজ আছে তোমার খাওয়ার পরে? লাস্ট কবে গ্রোশারি করতে গেছি বলতে পারি না, এখন ওইই সামলায় এইসব (ক্যাঁকো ক্যাঁকো 😀 )। ভাবলাম, আমারে মনে হয় বাজারে পাঠাবে। তাই একটু ভয়ে ভয়েই বললাম, না তেমন কোন কাজ নাই। কি করতে হবে? আমারে কিংকং বানায়ে দিয়ে বউ বলল, ব্লগ লেখ না কেন নতুন? সিসিবি ঝিমায়ে পড়ছে। আজকে খাওয়া শেষ করে ব্লগ লিখতে বসবা। আমি এখন তারে কেমন বুঝাই, আমি হাজার হইলেও তারকা ব্লগার। বউয়ের নির্দেশে আকাশের চাঁদ পাইড়া দিতে পারি। কিন্তু ব্লগ লেখাটা ভাবের বিষয়। বললেই হয় না, ভাব লাগে। বউয়ের নির্দেশ এইক্ষেত্রে সাফিসিয়েন্ট না। শেষমেষ খেইপা গিয়া বলে, ব্লগ না লিখলে তোমার খাওয়া বন্ধ। বুঝেন অবস্থা!!!

২।

এই কয়দিন বাসায় বসে বসে সিসিবির পুরোনো ব্লগগুলা পড়ে শেষ করেছেন আমার উত্তমার্ধ। এখন তার প্রশ্ন হচ্ছে, ফয়েজ ভাই, কাইয়ূম ভাই, কামরুল ভাই, মাসুম ভাই- এনারা কোথায়? এনারা এতো মজার মজার ব্লগ লিখতেন, ব্লগিং-এ তাদের ভবিষ্যত ভালো থাকা সত্ত্বেও তাঁরা অন্য প্রফেশনে কেন ব্যস্ত হয়ে পড়লেন? কেনু?

আমি হালকা দুঃখ পাইছিলাম, লিস্টে আমারে এড করে নাই দেইখা। যাউজ্ঞা, কি আর করা!!

৩।

বাংলাদেশে হিপহপ কালচার আমি খুব বেশি দেখি নাই। নসু আর ইংলিশ মিডিয়ামের পোলাপাইন হয়তো এই কালচারে মাতছে, তবে মেইনস্ট্রিমে এখনো আসতে পারে নাই বলেই আমার ধারনা। আমাকে ভুল বুইঝেন না, হিপহপ ভালো না খারাপ এই জাজমেন্ট করতেছি না, জাস্ট একটা পর্যবেক্ষণ।

নেটে ঘুরতে ঘুরতে ওইদিন একটা ভিডিও দেখলাম, বাংলা র‌্যাপ। আপানাদের জন্য নিচে এমবেড করে দিলামঃ

গানটা আমার কাছে খুব অথেনটিক লাগছে। তুমি-আমি-র ক্যারাবেরা থেকে বের হয়ে আসতে পারছে তারা। আমার মনে হইছে ১৭-২৩ বছর বয়েসী গ্রুপের মাঝে এইরকমই ক্রোধ আর ঘৃণা কাজ করছে এখন। ঘৃণার এমন তীব্র অনার্য প্রকাশ! প্রথমবার দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। সাবাস!

৪।

শেষমেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করিঃ একটা বাচ্চাকে খুন করতে কয়জন লাগে? উত্তরটা খুব সোজা, দুইজন। বাচ্চাটার মা, আর তার প্রেমিক। ব্যস, মিশন একম্পলিশড।

৩,১৬৭ বার দেখা হয়েছে

৫৯ টি মন্তব্য : “ব্লগরোল ০২”

  1. আন্দালিব (৯৬-০২)

    যাক, তুই বউয়ের ঝাড়ির উপকারিতা লিখলে এরকম আরেকটা ব্লগ নামায় ফেলতে পারবি, সেখানে এই ব্লগটা এক নং পয়েন্টেই থাকবে। :))

    ভিডিও'র একটা ছেলে, তৌফিক, আমাদের কলেজের জুনিয়র। ওর কাছ থেকে ভিডিওটা দেখলাম। ভালৈ লাগছে দেখে। 🙂

    জবাব দিন
  2. ইফতেখার (৯৫-০১)

    এতো দেখি ব্যাপক কার্যকরী ঝাড়ি ... পরপর ২ টা ব্লগ নাইম্মা গেলো 😉 😉

    গানটা তো বেশ ইন্টারেস্টিং ... পুতুপুতু না ... আর ভিডিওর আইডিয়াটাও জোশ। সিকে তফ সাহেবের একটা ছবি দেখেছিলাম মনে হয় ব্লগে বেশ কিছু দিন আগে, শপিং কার্টে বসা।

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    বহুতদিন পর পারফেক্ট ব্লগর ব্লগরের স্বাদ কেবল পাইতে শুরু করছিলাম, উদরপূর্তি হওয়ার আগেই ব্লগের প্লেট ধইরা টান দিলেন। খেলুম না; পরের বার আপুকে বলতে হবে ঝাড়ির ডাবল ডোজ দিতে, তাইলে ব্লগের সাইজও বড় হবে। :grr:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)
    এখন তার প্রশ্ন হচ্ছে, ফয়েজ ভাই, কাইয়ূম ভাই, কামরুল ভাই, মাসুম ভাই- এনারা কোথায়?

    হারিকেন দিয়া এনাদের আজকাল আর খুঁইজা পাই না। :((


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  5. এহসান (৮৯-৯৫)

    একটা বাচ্চাকে খুন করতে কয়জন লাগে? উত্তরটা খুব সোজা, দুইজন। বাচ্চাটার মা, আর তার প্রেমিক। ব্যস, মিশন একম্পলিশড। 🙁
    হরতালের আগেরদিন নিজের শক্তি জানান দিতে গিয়া পেট্রল ধাইলা আগুন দিয়া দুইজনরে পুইড়া ফালাইসে। গতকাল তার একজন মরে গেসে।
    আজকে পেপারে দেখি ঘুষ দেয় নাই দেইখা একজন ব্যাবসায়ীরে গাড়ী চোর নাম দিয়া পুলিশ ক্রসফায়ার করসে।
    --------------------------------------------------------
    আমি বলি, DDSB। মানে, ডিফারেন্ট ডে সেইম বুলশিট। এইটা মোটামুটি নিত্যদিনের রুটিন।

    জবাব দিন
  6. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    সকম সফল পুরুষের সাফল্যের পেছনে এভাবেই একজন নারীর অনুপ্রেরনা ( ;)) ) কাজ করে।
    তোমার বউরে আমার থ্যাঙ্কু জানায় দিও।


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  7. মাহমুদ (১৯৯০-৯৬)

    তৌফিক,
    বউয়ের ঝাড়ি একেবারেই কাজ করে নাই। পুরা ফাঁকিবাজী একটা পোষ্ট দিছ।

    তবুও মন্দের ভালো যে, অ-নে-ক-দি-ন পর তোমাকে দেখা গেলো। (সম্পাদিত)


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  8. তানভীর (৯৪-০০)

    নাহ্‌! মিলার এইবারের ঝাড়িতে ঝাল কম হইছে! ব্লগে কনটেন্ট কম!! নেক্সট টাইম আশা করি ভালো করে ঝাড়ি দিবে, উইথ কড়া ঝাল! 😀

    তারকা ব্লগারদের নিয়া কিছু বলব না, সবাই খুব ব্যস্ত! সিসিবিতে লেখার সময় নাই। 😐

    জবাব দিন
  9. রুম্মান (১৯৯৩-৯৯)

    আর ও কিছু নামুক । আমরাও (ম্যাংগো পিপল) কিছু পড়ি..............


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  10. আহসান আকাশ (৯৬-০২)

    ব্লগর ব্লগর আমার সবচেয়ে প্রিয় ক্যাটাগরি, কিন্তু ইদানিং খুবই কমই ব্লগর ব্লগর আসছে... তোরটাও খুব মজা নিয়ে পড়ছিলাম, কিন্তু হঠাৎ করেই শেষ হয়ে গেল... আরো বড় লেখা চাই, আরো নিয়মিত...

    সিসিবির সেলিব্রেটি ব্লগাররা সব গা ঢাকা দিছে... তাদেরকে খুঁজে বের করতে আইন মাস্ফ্যুর হাতে তুলে দেয়া হোক...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  11. কামরুলতপু (৯৬-০২)

    ২০১০ আসার পর তোর এমন ভাব বাড়ছে, মাসে একটা করে লেখস। কাহিনী কি? আচার দেস না কেন?
    আর তোর বউ রে ক এইরকম টিপিক্যাল বউদের মত নিজের কাজ জামাইকে দিয়ে করায় নিবে কতদিন। নিজের ব্লগ লেখা কবে হবে। ওনারে ঝাড়ি দিবে কে?
    কেমন আছিস দোস্ত।

    জবাব দিন
    • শিরীন (৯৬-০২)

      আজেবাজে কথা বন্ধ কর x-(
      ব্লগে লেখা আসা দিয়ে কথা । আমিই লিখি বা জামাইকে লিখতে বাধ্য করি...... একই কথা । আমি যেমন তার কাজ করে দেই ( গ্রোসারী ) তেমনি সে আমার ব্লগ লেখার কোটা পূরণ করে । তাইতো আমরা হ্যাপী কাপল B-)

      জবাব দিন
      • কামরুলতপু (৯৬-০২)

        এহহহ আসছে । এইসব আউল ফাউল বদলাবদলি কে না বলুন।
        গ্রোসারি আর ব্লগ দুইটা তুলনা করলা একটুও লজ্জা লাগল না?
        হ্যাপী কাপলের তাইলে এই সংজ্ঞা ...
        তবে তাও ভাল অনেক হ্যাপী কাপল আবার বউ এর ঝাড়ি খায় সিসিবিতে সময় বেশি দেওয়ার জন্য সেই তুলনায় তুমি তো আমাদের সিসিবির বিচারে অনেক লক্ষী বউ।
        ভাল আর হ্যাপী থাক সবসময়। মাঝে মাঝে লেখ...

        জবাব দিন

মওন্তব্য করুন : রবিন (৯৪-০০/ককক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।