আচার০১৫: কাব্যকথা

[তাইফুর ভাইয়ের কাব্যগুলো পড়ে আমার নিজের কিছু কবিতা দিতে ইচ্ছা হলো। এতে করে সুবিধা দুটো, নতুন করে কিছু লিখতে হবে না, কবিতা রেডিই আছে। দ্বিতীয় সুবিধাটা হলো, খুব ব্যস্ত আছি, এই সু্যোগে কাব্য দিয়ে নিজের + কলেজের একটা ব্লগ বাড়ানো যাবে। আগেই ক্ষমা চেয়ে নেই, কমেন্টের উত্তর হয়তো দিতে পারবো না সময়মতো। ]

১…

শুরুটা বোধহয় এভাবেই হয়,
বঘুরে স্বপ্নের মতো এভাবেই
লজ প্রেমে ভিজে যায় বুকের জমিন।
শ্বরতা তাচ্ছিল্য করে তবু,
নজুয়াড়ীর শেষ তাসে জিতে নেই সর্বস্বের বাজি। তারপর,
দিন শেষে রাতের দ্বিতীয় প্রহরে,
ষ্ট করি আমি কষ্টের সময়, তোমায় নিয়ে।

২…

হারবো না, হারবো না…
দাঁতে দাঁত চেপে জপে যাওয়া প্রতিজ্ঞার পরেও
যদি হেরে যাই!
বন্ধুহীন হবো! বিশ্বাসই হয় না।
তবু, বন্ধুহীন পরাজিত কোন দিন যদি আসে,
মানুষের গহনে জন্ম নেয়া অবিনাশী আশাবাদ,
চিৎকার করে জানান দেবে,
আমি আছি! আমি আছি!! আমি আছি!!

২,৩৮৩ বার দেখা হয়েছে

৩৭ টি মন্তব্য : “আচার০১৫: কাব্যকথা”

  1. সাকেব (মকক) (৯৩-৯৯)

    তৌফিক,
    তুমি দেখি অনেক ভালো কবিতা লেখ...এতদিন এই প্রতিভা লুকায়া রাখসিলা কেন?

    প্রথম কবিতাটা দুর্দান্ত লাগসে...কারণ প্রত্যেক লাইন একটা নির্দিষ্ট অক্ষর দিয়ে শুরু করার বাধ্যকতাটাও কবিতার সুরে বিন্দুমাত্র ব্যাঘাত ঘটায় নাই... :hatsoff:

    অফটপিকঃ ইদানীং বেশি দেখি না যে? :-/


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    এ্যাক্রস্টিক'টা জম্পেশ হইছে ... দ্বিতীয়টাও ফাটাফাটি ...
    ও তাইলে তুই কবি ... আয় বুখে আয় :hug:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)
    দিন শেষে রাতের দ্বিতীয় প্রহরে,
    নষ্ট করি আমি কষ্টের সময়, তোমায় নিয়ে।

    এইসব কাজের জন্য এই প্রহর কি উৎকৃষ্ট সময়? 😀

    কোবতে ভাল হইছে। :thumbup:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  4. সামিয়া (৯৯-০৫)

    আপনার এই ব্লগটা চরম কুফা x-( , গত কয়েকদিন যয়বার কমেন্টাইতে গেসি তয়বার হ্যাং খাইসি 😡 😡
    সিনিয়রের পোস্টকে কুফা বলার অপ্রাধে নিজের ব্যান নিজেই... :bash: :bash:
    কবিতা গুলাকে :salute:

    দিন শেষে রাতের দ্বিতীয় প্রহরে

    প্রতিদিন এইসময় আমার ঘুম ভেঙ্গে যায় 🙁 , সময়টা বড় নষ্ট করি 😐

    জবাব দিন

মওন্তব্য করুন : কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।