আচার ২৮: আমি আছি! আমি আছি!! আমি আছি!!!

স্যার আর্থার কোনান ডয়েল নাকি শার্লক হোমস লিখে সেভাবে পরিতৃপ্ত হতে পারেননি। তার দৃষ্টিতে ওই লেখাগুলো ছিল সস্তাদরের, রদ্দিমাল। তাই উৎকৃষ্ট সাহিত্য রচনাকল্পে তিনি কিছু ভারী উপন্যাস লিখলেন। বাজারে সেইগুলা কোন ভাত পাইল না, দুঃখের বিষয়। আমারও সেইম অবস্থা। আমার ব্লগগুলা খুব আমি কেন্দ্রিক হয়, কিংকং-এর ভাষায় কোন টুথপেস্ট দিয়া দাঁত মাজি এইসব নিয়া ব্লগ। স্যার ডয়েলের মতো আমিও ভাবলাম ভালো কিছু লিখতে হবে। সুতরাং টুথপেস্ট মার্কা ব্লগ না লিখে গল্প লিখতে হবে। গল্পের প্লট মাথায় ঘুরে, কিন্তু গল্প নামে না। মাঝে লাভের লাভ হইল, সিসিবিতে লেখা বন্ধ হয়া গেল। বন্ধ তো হইলই, কমেন্টও কইমা গেল। আজকে সিসিবির জন্মদিন দেখে আর চুপ থাকতে পারলাম না। ব্লগ আমারে লিখতেই হবে, টুথপেস্ট মার্কা হোক আর দাঁতের মাজন মার্কাই হোক, টাইপ কইরা পোস্টাইলেই হইল। কিন্তু সমস্য হইল, ব্লগ লিখতে গেলেই গল্পের প্লট মাথায় আইসা পড়ে। তখন এক প্যারা লিখা হয়, দেড় প্যারা সিলেক্ট করে ডিলিট মারা হয়। পুরা তৈলাক্ত বাঁশ যাকে বলে আরকি। ব্লগ আর নামে না। এই সমস্যার সমাধানকল্পে আমি ভাবতেছি, গল্প লখার যখন মুরাদ নাই, গল্পের প্লটগুলাই লিখে ফেলি। তাতে আমার টুথপেস্ট ব্লগের পথ খোলাসা হয়।

প্লট # ১

একজন সরকারী চাকুরীজীবির গল্প। তিনি সৎ, বেতনের অল্প টাকায় চালানোর চেষ্টা করেন। তবু ঘুষ খান না। ঘুষ না খাওয়ার ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি হয়। সরকার তাকে আর্থিকভাবে পুরস্কৃত করে। কিন্তু সেই পুরস্কারের টাকার ফাইল চালু করার জন্য তার কাছে ঘুষ দাবী করে তারই সহকর্মীরা। শেষ দৃশ্যে তিনি অফিস থেকে বেরিয়ে যান। বেরিয়ে দেখেন বড় ব্যানারে লিখা “বদলে যাও, বদলে দাও।” এইটা দেখে তিনি পিচিক করে মাটিতে একদলা থুতু ফেলেন। গল্প শ্যাষ।

প্লট # ২

আসিফ ক্লাস ফোরে পড়া এক ছোট ছেলে। পাড়ার পেকে যাওয়া আরেক ছেলের কাছ থেকে টেনিস বল আর ম্যাকগাইভারের পাঁচটা ভিউকার্ডের বিনিময়ে সে এক নগ্নিকার ভিউকার্ড সংগ্রহ করে। সুন্দর লেখনী দ্বারা এইখানে বয়ঃসন্ধির এক কিশোরের মনে অবস্থা ফুটিয়ে তুলতে হবে। সেই ভিউকার্ড নিয়ে সে বিপদে পড়ে যায়-কোথায় লুকাবে সেটা। আর কোন জায়গা না পেয়ে বাসার চাল রাখার বড় ড্রামটার ভেতর চালের নিচে লুকিয়ে রাখে ভিউকার্ডটা। সেই ড্রাম আবার খুব বেশি ব্যবহার হয় না। কিন্তু ওইদিনই বাড়িতে অনেক মেহমান আসায় সেই ড্রাম খুলেন আসিফের মা এবং পেয়ে যান ভিউ কার্ডটা। বাইরে থেকে ফেরার পর আসিফকে যেই না জেরা শুরু করেন মা, আসিফ কিছুই বুঝে উঠতে না পারার ভান করে। শেষে খুব বিস্মিত হওয়ার মত ভংগি করে নিজের নার্সারি ক্লাসে পড়া ছোট ভাই মুশফিককে ধমক দিয়ে বলবে- “মুশফিক! তুমি এত খারাপ হয়ে গেছ!” গল্প শ্যাষ।

দুই দুইটা গল্প ছোট করে বইলা দিলাম। মাথা থেকে গল্পের প্লট নাইমা গেল। এখন থেকে টুথপেস্ট ব্লগ নামানোর চেষ্টা আরামমত করার চেষ্টা করা যাবে।

৫,৫২৩ বার দেখা হয়েছে

১৩৮ টি মন্তব্য : “আচার ২৮: আমি আছি! আমি আছি!! আমি আছি!!!”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    প্লট #৩:

    বেস্টওয়ে কাঞ্চন সিটি, পূর্বাচল।
    ঢাকার প্রানণকেন্দ্রে, মতিঝিল থেকে মাত্র ১০ মিনিটের (কাল্পনিক!) পথ...
    ৫ কাঠা @ ৪,৮৬,০০০ টাকা/ কাঠা।
    ডাউন পে'মেন্ট ৩,০০,০০০ টাকা। বাকিটা সমান কিস্তিতে...

    ব্যাস! গল্প শেষ... :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. মাহবুবা সোনিয়া (৯৭-০৩)

    লেখা অনেক ভালো লাগছে ভাইয়া, টুথপেস্ট মার্কা না।
    কিন্তু আজকেই আপনাকে লেখা দিতে হবে?
    আমি আজ প্রথম লেখা দিলাম আর দেখেন সিসিবির সবাই হুমড়ি খেয়ে পোস্ট দিচ্ছে! 🙁 🙁
    গতকাল আর পরশু কারো কোনো খোজই ছিলনা!!

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    অন্যান্য বিদেশিগুলানির মতন তৌফিকও দেশে আইবার আগে ব্যাপক আওয়াজ, ডেইলি আড্ডা দিমু, গেট টুগেদার করুম এই করুম সেই করুম, কিন্তু শেষ মেষ যেই লাউ সেই পেয়ারা।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. তানভীর (৯৪-০০)

    অনেক দিন পর লেখা দিলা! আমার তো টুথপেস্ট মার্কা ব্লগ পড়তেই ভালো লাগে।

    গল্পের প্লট দুইটাও ভালো লাগছে। :thumbup:

    আমার মাথায়ও দুইটা গল্পের প্লট ঘুরতেছে, কিন্তু এইগুলা মনে হয় ইহজীবনে লিখা হবে না! ভাবতেছি তোমার স্টাইলে দিয়া দিব কিনা!

    জবাব দিন
  5. রকিব (০১-০৭)

    বহুতদিন পর আঁচার দিলেন। সুন্দরবন আর সাগর ভ্রমণ নিয়ে একটা পোষ্ট দেন।
    অফটপিকঃ এই তো আর মাত্র তিন মাস। :grr: :grr:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  6. ভাইয়া,অনেক মজা পাইলাম।বিশেষ করে ২য় গল্প টা,এইরকম একটা বড়ভাই থাকলে লাইফ তো পুরাই কাবাব!
    আপনার আগের লেখা গুলো পড়া হয়নাই,এখন ই আপনার টুথপেস্ট এর গল্প গুলো পড়ে ফেলতে হবে 😀

    জবাব দিন
  7. আমিন (১৯৯৬-২০০২)

    আরো কিছু প্লট চলে আসতে পারে যেমন ---

    আসতেছে না ঘুম। নিদ্রাভঙ্গ নিশীথে জোছনার বালুচরে চরে বেড়ানো নিশিগরুগুলো এলোমেলোভাবে ঘেউ ঘেউ করছিলো। সেই ঘেউয়ের শব্দে চমকে উঠে ঘুমটা ভেঙে যায় কুদ্দুসের। সারা শরীর ঘেমে গেছে, তার পোষা বিড়ালটা তার পাশে ঘুমিয়ে নাক ডাকছিলো। হঠাৎ করেই একেই নিদ্রাভঙ্গের কারণ মনে করতে থাকে........... ইত্যাদি। কী গল্পের প্লট কি খারাপ????

    জবাব দিন
  8. ফয়েজ (৮৭-৯৩)

    প্লট # ৪

    লাল মুর্গা সারাদিন মুর্গির পিছে ঘুর ঘুর করে, ডিস্টার্ব করে, মালিক খুব বিরক্ত হয়, কিন্তু কিছু কইতে পারে না, কারন মুর্গা তার একমাত্র মেয়ের খুব পছন্দের, তো একদিন সেই মেয়ে বিয়ে হয়ে গেল, জামাই বাড়িতে আসলো, মুর্গা খাবে বলে আবদার করলো বউয়ের কাছে, জামাইয়ের আবদার রাখতে গিয়া মেয়েটা চোখের পানিতে মুর্গাকে কোরবানী দিল।

    গল্প শ্যাষ, গল্পের মটো, মেয়েরা জামাইদের খুব মহব্বত করে।

    কি কও তৌফিক 😀


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  9. কামরুল হাসান (৯৪-০০)

    প্লট ৬ #
    একটা ছেলে , একটা মেয়ে দুজন দুজনকে ভালোবাসে।
    তারা অনেক সুখে ছিল।
    তারপর একদিন হঠাৎ কি মনে করে দুজন বিয়ে করে ফেললো! 🙁

    খুব দুঃখের গল্প।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  10. জুনায়েদ কবীর (৯৫-০১)

    প্লট ৭ #

    একটা ছেলে , একটা মেয়ে। দুজন দুজনকে ভালোবাসে।
    একজন আরেক জনকে ছাড়া বাঁচবে না, টাইপ ভালোবাসা।

    কিন্তু বিধি ডান, বাম, ডান- আগে!...থুক্কু!!
    কিন্তু বিধি বাম...!!!!
    মেয়েটির বাপ জোর করে ওর বিয়ে অন্য খানে দিল...
    ছেলেটি সত্যি সত্যি মারা গেল...
    তবে, এই ঘটনার প্রায় ৪০ বছর পর...
    স্ত্রী, পুত্র, পুত্র বধু, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে...

    চরম মরণশীল প্রেমের গল্প...


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  11. কামরুল হাসান (৯৪-০০)

    প্লট ৯# রম্যগল্প।

    হঠাৎ একদিন মতিউর রহমান নিজামী নামে ছাগল বললো, 'যুদ্ধাপরাধীদের বিচার ইসলাম বিরোধী'।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  12. কামরুল হাসান (৯৪-০০)

    প্লট ১০# সাইন্স ফিকশন

    একদিন কাইয়ুম ভাই সিসিবিতে একটা পোস্ট দিলো......!


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  13. কামরুল হাসান (৯৪-০০)

    প্লট ১২ # প্রাপ্ত বয়ষ্কদের গল্প

    একদিন পাবনা ক্যাডেট কলেজের যদু কুমিল্লা ক্যাডেট কলেজের মধুকে বললো, দোস্ত চল যাই। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  14. জুলহাস (৮৮-৯৪)

    প্লট ১৩#
    সানা ভাই আইসা বললেন...পুরস্কারের পর থাইক্যা মাসুম (শওকত) আর যশোর যাওয়ার পর থাইক্যা ইউসুফ (ব্লগ এডজুট্যান্ট) দেখ কত্তগুলা লেখা দিছে...তোমরা যে কি করো? মাসুম আর ইউসুফের মতন সিসিবির প্রতি ডেডিকেডেট হইতে পার না?
    অঃটঃ :frontroll: :frontroll:


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  15. জুনায়েদ কবীর (৯৫-০১)

    প্লট ১৪ # প্রাপ্ত বয়ষ্কদের গল্প ২

    ক্যাডেট কোচিং এ পড়ে তিন বন্ধু। 'এ', 'বি' এবং 'সি'।
    একদিন 'এ' বাকি দুজনকে বলল 'চল যাই'...
    'বি' রাজি হলেও 'সি' প্রবল দ্বিমত জানালো।

    কয়েকদিন পর...
    'এ' এবং 'বি' ভর্তি হল পিসিসি, 'সি' গেলো জেসিসি।
    গল্প শ্যাষ!


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  16. কামরুল হাসান (৯৪-০০)

    প্লটঃ ১৬ # রহস্য গল্প

    অন্ধকার করিডোর দিয়ে একটা ছেলে হেটে যাচ্ছে। পরনে লুংগি, খালি গা। চারিদিকে সুনসান নিরবতা।
    হঠাৎ একটা চিৎকার ভেসে এলো, বিলাডি মাস্ফু, লং আপ।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  17. কামরুল হাসান (৯৪-০০)

    প্লট:১৮ # মিষ্টি প্রেমের গল্প

    নায়ক বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, নায়িকা আর্কিটেক্ট।
    তারপর একদিন নায়িকা নায়কের কলার ধইরা কইলো, 'অই পোলা, গুলি কইরা তোর মাথা উড়াইয়া দিমু।' 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  18. আহসান আকাশ (৯৬-০২)

    কি পোস্ট দিলিরে তৌফিক... সবার কমেন্ট প্রতিভা দেখি চাগান দিয়েছে... অনেক দিন পর এইভাবে হাঃ হাঃ করে হাসলাম।

    অনটপিকঃ আমার কিন্তু টুথপেস্ট মার্কা পোস্টগুলাই সবচেয়ে ভাল লাগে।( আমি নিজেও ঐগুলাই লিখি 😛 )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  19. জুনায়েদ কবীর (৯৫-০১)

    প্লট ১৯ #

    জীবন খুব ভালো গল্প লেখে। একবার স্কুলের বার্ষিকীর জন্য লেখা আহবান করা হলে পংটা ছেলে বল্টু জীবনের একটা গল্প চুরি করে স্যারের কাছে নিজের নামে জমা দিল।
    স্যার চুপচাপ পড়ে ওর দিকে তাকিয়ে বললেন, 'হুম, এক্কেবারে জীবন থেকে নেয়া গল্প!'

    স্যার তারিফ করে বললেও বল্টু ভাবল-স্যার মনে হয় বুঝে ফেলেছেন যে ও জীবনের গল্প মেরে দিয়েছে...!!!
    ও এক লাফে রুম থেকে বের হয়ে পগার পার হয়ে গেল।


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  20. আমিন (১৯৯৬-২০০২)

    একটা প্লট মাথায় আসছে। কৌতুক ধর্মী গল্প।
    তিন নায়ক একত্রিত হয়েছে। হলিউড থেকে টম ক্রুজ বলিউড থেকে জন আব্রাহাম আর ঢালিউড থেকে মরহুম জসিম। .....................

    জবাব দিন
  21. রকিবুল ইসলাম (৯৯-০৫)

    প্লট ২০:
    একবার আমাদের ব্যাচের একজন প্রেপে কবিতা লিখতে গিয়ে ধরা খাইলো
    তো স্যার বলে

    আষাঢ় মাস
    গরু খায় ঘাস

    এই রকম কবিতা নাকি??
    (দুক্ষজনক হলেও সত্য যে সেই কবিকে আমরা হাম্বা বলে ডাকতাম)

    জবাব দিন
  22. তৌফিক (৯৬-০২)

    কমেন্টের জবাব দিতে দিতে জিহ্বা বাইর হয়ে গেছে। যে দুর্দান্ত কতগুলা প্লট কমেন্টে পাওয়া গেছে, আমার পোস্টের প্লট ওইগুলার কাছে বান্দী পুরা। ঈমানে কইলাম। 🙂

    জবাব দিন

মওন্তব্য করুন : তৌফিক (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।