আজব ভাবনা…

“কপি লুয়াক”

এই জিনিসের নাম প্রথম শুনি the bucket list মুভিতে।

Asian palm cat নামে এক প্রজাতির বেড়াল আছে । তাদের ঘ্রাণশক্তি খুবই প্রবল। তারা বেছে বেছে গাছের সবচেয়ে ভাল ভাল কফি বিনগুলো খায়। কৃষকরা তাদের পিছে পিছে ছুটে। মাঝে মাঝে বেড়াল থামে। মল ত্যাগ করে।

কৃষকরা যত্ন করে সেই মল তুলে নিয়ে আসে। তারপর প্রক্রিয়াজাতকরন করে সেই মল থেকে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামী কফি “কপি লুয়াক”। এক পাউন্ড প্রায় নয় হাজার টাকায় বিক্রি হয়!

“Elephant”

আমেরিকান এক প্রজাতির বিয়ার। নাম শুনেই কিছুটা আন্দাজ করা যায়। এই জিনিস তৈরি করা হয় হাতির মূত্র থেকে। মানুষ অনেক চড়া দামে এই জিনিস কিনে খায়।

জগতে কত আজব জিনিস ই না দেখতে হয়। ভবিষ্যতেও দেখতে হবে। কে জানে হয়ত একদিন দেখব মানুষের মল-মুত্র ও চড়া দামে বিক্রি হচ্ছে। বড় বড় রেস্টুর‍্যান্ট এ সাইনবোর্ড ঝুলানো থাকবে “এখানে উন্নত
মানের মনুষ্য-বিষ্ঠা ও মূত্র পাওয়া যায়!

বীর বাঙালি জেগে উঠুন। আজ থেকেই জমানো শুরু করুন। মনে রাখবেন ওয়াইন ও কিন্তু যত পুরোনো হয় তত এর দাম বাড়ে।

পুনশ্চঃ এমন হলে কিন্তু মন্দ হত না! অন্তত মানুষজন রাস্তাঘাটে প্যান্ট খুলে বসে পড়ত না। কি বলেন?

৩,০৮৪ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “আজব ভাবনা…”

মওন্তব্য করুন : রাজীব (১৯৯০-১৯৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।