শেষ ভোরে ভালোবাসা

কতশত বার ভালোবেসে তোমায় কিছু দেব বলে ভেবেছি,
নির্জন অরণ্য অথবা কোলাহলময় ব্যস্ততা,
নিদেনপক্ষে সমুদ্রের ঢেউ বা বিস্তৃত কালবেলা,
সেসব তোমার ভালো লাগে নি ।
আমার দেয়া সোনা রোদ আর লু হাওয়া,
পুড়িয়ে দিয়েছে তোমার সুখভেলা ।
আর তাই আজ শেষ ভোরে, দিচ্ছি তোমাই একটি ছোট্র তারা,
আমার মৃত্যুর পর ‌জ্বলে ওঠা ছোট্ট তারা।।

১,৮১৯ বার দেখা হয়েছে

২৭ টি মন্তব্য : “শেষ ভোরে ভালোবাসা”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বিলাডি ছ্যাপ...তোর ইনটেক বোঝার জন্য অন্যদের প্রোফাইলে উঁকি মারতে হয়েছে... x-(
    ইস্টার্ট ফ্রন্ট্রোল... 😡
    আজকে নির্ঝরের স্বপ্নভংগ কইরা ছাড়ুম... :grr:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. আশহাব (২০০২-০৮)

    😀 স্বাগতম বন্ধু ...
    এই নিয়ে তোমার কবিতা আমার ১০ম বারের মত পড়া হোলো 😛
    যাই হোক, সিসিবিতে লিখতে থাকো এবং পড়তে থাকো 😉
    আর প্রথম বার ব্লগ লেখায়, ফ্রন্ট রোল শুরু করো :grr:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  3. এতক্ষণ সত্যি সত্যিই অঙ্ক করলাম।
    মাহমুদ ভাই ১৯৯০-১৯৯৬, উনার ব্যাচ ১৬, সিসিআর
    আপনার ব্যাচ ২৮
    তাহলে, ২৮-১৬=১২
    এখন, ১৯৯০+১২=২০০২ এবং ২০০২+৬=২০০৮
    তারমানে ২০০২-২০০৮ ব্যাচ সিসিআর।
    বেলাডি জুনিয়র, ইস্টাট ফরনট রুল....

    জবাব দিন
  4. আমিন (১৯৯৬-২০০২)

    জুনাদা আর হাঁসের বাচ্চাতো দেখি তোমার ছাল চামড়া নাই করে দিছে। যা হোক তোমার জন্য তাই ৯০টা ফ্রন্টরোল মাফ। ১০ টা লাগাও দেখি......

    াওনটপিক : কবিতা মাথায় ঢুকে না ভালো মত। পড়তে গিয়া খুব একটা খারাপ লাগে নাই।

    জবাব দিন

মওন্তব্য করুন : আঁধার

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।