কল্পনা ও প্রপোজ

কল্পনা

বসে আছি একলা ছাদে
ভাবছি তোমার কথা,
দেখছি আকাশ বুনছি শত
রঙ্গিন কল্পলতা।
হয়ত তোমায় কাছে পেলে
এমনি কোন রাতে,
বসবো দুজন পাশাপাশি
হাত থাকবে হাতে।
চাঁদের আলোয় দেখবো তোমার
চাঁদ মাখা ঐ মুখ,
দেখবো তোমায় অবাক চোখে
তাতেই আমার সুখ।

প্রপোজ

আমি তো বেশ সুখেই ছিলাম তোমায় দেখার আগে
দেখার পরেই সব হারালাম কেমন যেন লাগে।
কি হতে কি হয়ে গেল আমার পরান মাঝে
নাওয়া খাওয়া ভাল্লাগেনা মন বসেনা কাজে।
সাহস করে এক বিকেলে জানিয়ে দিলেম তোমায়
‘এ জীবনে কখনো কি বাসবে ভাল আমায়?’
উত্তরে তে গালে আমার বসালে এক চড়
বললেঃ ‘বোকা, এই চেহারায় চাও হতে মোর বর?’

১,১৩৬ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “কল্পনা ও প্রপোজ”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    আরে সামনা সামনি না বইলা মেজেস পাঠায় দিতা, তোমরা আইজকার পোলাপাইন, এমুন ভূল করলা ক্যামনে?

    আরে ব্যাপার না, বেটার লাক নেক্সট টাইম 😀


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : শার্লী (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।