৭ই মে ২০০৯

৭ই মে ২০০৯, সকাল থেকে ব্যাচ এর পোলাপানের মধ্যে একটা ঈদ ঈদ ভাব ছিল। সবাই এক একটা দায়িত্ব নিয়ে সকাল থেকে কাজে নেমে পড়লো। আমি এবং তুষার ৭টার দিকে চক বাজার যাই গিয়ে খাসী এবং মুরগীর সাইজ ঠিক আছে কিনা চেক করে আসি। তারপর বেলী রোডের SWISS এর ব্রাঞ্ছ থেকে ২৫ পাউন্ড এর কেকটা ভাড়া করা মাইক্রোবাস এ উঠাই। রাস্তায় বিশাল জ্যাম।সব কাজে দেরি হচ্ছিল।আমরা ফার্মগেইট এর s@ifurs এর ব্রাঞ্চ থেকে আমাদের আমাদের banner টা নিয়ে নিলাম।
(সাইফুরস আমাদের বেনার, ষ্টেজ ডেকোরেশন, এবং প্রজেকশন স্পন্সর করেছে)তারপর বেনার নিয়ে LGED অডিটরিয়ামে গিয়ে দেখি। ডেকোরেশনের লোক জন, সাউন্ড সিস্টেম, পানি সব চলে আসছে।ওখানে অনেকে এসে হেল্প করা শুরু করলো। তারপর ক্যাডেট কলেজ ক্লাব এ গিয়ে সিঙ্গাড়া নিয়ে আসা হলো ফরহাদ আনতে গেলো ড্রীঙ্কস আর পানির বোতল। ৩টার আগে মোটামুটি সব কাজ শেষ হয়ে গেলো। ক্লাস মেইটরা সবাই আসা শুরু করলো। এসেই ৮০% পোলাপান টয়লেট এ ঢুকে গেলো কারণ LGED তে স্মোকিং পুরো নিষেধ।(ওখানে গান-নাচ,খাওয়া দাওয়া,রান্না-বান্না,ধূমপান সম্পূর্ণ নিষেধ)কিন্তু আমরা ক্যাডেট সব কিছু মোটামুটি একটা সিস্টেমে আনতে পারি।৩:৩০ এ ৮০% ক্যাডেট চলে আসলো। তারপর আমরা কেক কাটলাম ৪:৩০ এর দিকে ততক্ষণে আডিটরিয়াম এর ভিতর সিগারেট খাওয়া শুরু হয়ে গেছে। ৫ টার সময় আমাদের যারা গান গাবে তারা ষ্টেজ এ গিয়ে পারফর্ম করা শুরু করলো ততক্ষণে IUT পার্টি চলে আসছে। কুয়েট থেকে আশিক আসছে।আসলো lady সিঙ্গাড়া হানী। হানী এসে পুরা ষ্টেজ কাঁপাই ফেলছে। পোলাপান কী করবে বুঝতে পারতেসেনা। ষ্টেজে উঠে যাইতেছে তারপর ১৫তম ব্যাচের নজরানা ভাই এসে পোলাপান কে নামাইসে।(নজরানা ভাই(বিসিসি/১৫),শাহীন ভাই(বিসিসি/৩),আওরঙ্গজেব ভাই(সিসি আর)ওনারা আমাদের গেস্ট ছিলেন কিন্তু আমাদের চাইতেও বেশী পরিশ্রম করসে) এর মাঝে মগকক ডিনার শুরু করে দিসে ওদের আবার বাসায় যেতে হবে তখন রাত ৯:৩০। ওরা ডিনার করার পর আমরা শুরু করলাম। কাচ্চি আর রোস্ট। ১১ টার মাঝে সব মগকক চলে গেলো। তারপর শাহীন ভাই এর অনুরোধে হানী আরো ৩টা গান গাইল।তারপর ১১ টার সময় শুরু হলো DJ পার্টি।(আমরা হল বুকিং করেছিলাম মাত্র ৭টা পর্যন্ত কিন্তু হালকা টাকা পয়সা দিয়ে সেটা ১:৩০ পর্যন্ত চালালাম) একটু পর লিফট ম্যান এসে জানাল যে ১১:৩০ এ লিফট বন্ধ হয়ে যাবে। তারপর ওনাকেও হালকা বখসিস দিয়ে ম্যানেজ করতে হলো। ১:১৫ তে DJ পার্টি শেষ হলো। আমরা নামতে নামতে ২টা বেজে গেলো DU.মেডিকেল এবং বুয়েট গাড়ি নিয়ে চলে গেলো। আমি আর বাসায় গেলাম না। ১৫ জন মিলে পিসিসি এর শাহেদ এর বাসায় রওনা হলাম।
রাস্তায় গাড়ি দেখে খুব লোভ হলো আমরা রাস্তার মাঝখানে একটা গাড়ি আট্‌কালাম তারপর একজন কমান্ড দিল সবাই শান হয়ে স্যালুট দিলাম লোকটা ভয়ে গাড়ি নিয়ে দিল একটান। তারপর ইন থ্রীস ফলিন করে দৌড়াতে দৌড়াতে সাহেদ এর বাসায় গেলাম। এইভাবে দিনটা শেষ করলাম।
তবে এই ফাংশান এর সাথে জড়িত কিছু ছেলে সম্পর্কে না বলে পারছিনা।
শরীফ(সিসিসি/২৩)খুব চুপচাপ কথা ক বলে সব চাইতে কষ্ট করেছে শরীফ। সব চাইতে বড় দায়িত্ব খাবারের দায়িত্ব নিয়েছে শরীফ। এবং কেউ বলতে পারবেনা খাবারে সামান্য সমস্যা ছিল।
তুষার(বিসিসি/২৫) আরেকটা বড় এবং সেন্সেটিভ দায়িত্ব হলো কোষাধ্যক্ষ দায়িত্ব। এবং এই দায়িত্ব খুব সুনিপুণ ভাবে করেছে তুষার।
ফাহাদ,আসাদ,সিদ্দীকি,ফরহাদ,আসিফ,সালেকীন,নিষাত,মেহেদি এদের কাছে আমাদের ২০০২ এর ব্যাচ আজীবন কৃতজ্ঞ থাকবো। কারণ ক্লাস মেইটরা তাদের সবচাইতে মজার দিন হিসেবে ঘোষণা দিয়েছে ৭ইমে,২০০৯।
ফেসবুক এর ষ্ট্যাটাস মেসেজ দেখলেই বোঝা যাচ্ছে…………………………।
Biborno Sopno:ahhh ki ekta rat gelo it was awsomeee ……i love honey want more of honey thnx 2 all cadets

Jyoti Jiban Kisha:Again and again thanks to the organisers……… Who really worked hard……. N for all of my friends……… Our BMA friends also wished us on the occauino of our batch birthday……..
Mukit Hasan:Da night ws awsome
Asad Khan:yes boyz we have done 7 may,2009 successfully.dis is da happiest day of life………… thanx to everybody
Mehedi Hasan:IT waS rockinG.. The ParTy waS rockinG… Love u doStos.. SharajiBon mone thakBe..
Sajid Shafique:had a roking day at da intake day party……..met wid lots of old frnds…..being a cadet rokz……..
Rahed Zaman:A NIGHT 2 REMEMBER.really enjoyed the night.definitely we r da 1st batch(02-08) 2 make such an example.and thanks 2 those guys whose great effort have made this prgm a sucsful one…………………………
Kazi raehan mohammod evan:rongin duniya….lots of fun with cadets….02-08…cellebrating the batch birthday…and…the day was full of fun…thank you guys…

বিসিসি ৩য় ব্যাচের শাহীন ভাই আমাদের অনুষ্ঠানের ৮০% কাজ করে দিসে।
আমরা তার কাছে আসলেই কৃতজ্ঞ।
শাহীন ভাই :salute:

৩৩ টি মন্তব্য : “৭ই মে ২০০৯”

  1. কামরুলতপু (৯৬-০২)

    ওফফ খুব মনে পড়ছে ৪ঠা জুন ২০০৩ এর কথা। আমরাও একবার করেছিলাম ১০ কলেজে মিলে জন্মদিন পালন।
    সাবাশ পোলাপান। খুব মজা করছ বুঝতেই পারছি। এই লেখার শতগুণ মজা হয়েছে।

    জবাব দিন

মওন্তব্য করুন : সানাউল্লাহ (৭৪ - ৮০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।