আবোল তাবোল (জুনিয়র)

খেলা দেখে সিসিবিতে আসলাম। কোনো আপডেট বা পোষ্ট দেখতে পারলাম না :no: চিন্তা করলাম তাহলে নিজেই একটা লিখে ফেলি B-)
গতকাল ১২টা থেকে অপেক্ষা শুরু করলাম, ৩:৩০ এ খেলা । অপেক্ষা করতে করতে পোকার খেলা শিখে ফেললাম।
এখন পর্যন্ত ১০ পাউন্ড প্রোফিটে আছি।
ঘুম ঘুম চোখে প্রথম ১৫ ওভার বোলিং দেখে ঘুম। তারপর ৭টার সময় ঘুম থেকে উঠে দেখি, একটা মাঠের ছবি স্ক্রীন এ।
চিন্তা করলাম নেট এ সমস্যা নাকি?? কিন্তু মানুষ জন মুভ করতেসে সেটা বোঝা যাচ্ছে।
তামিম আউট হওয়ার পর থেকে ভয়ে ছিলাম। কিন্তু ইম্রুল কায়েস এবং জুনায়েদ এর জুটি দেখে বেশ ভরসা পেলাম। কিন্তু বেচারা ৫০ করতে পারলোনা, সেটা একটা সমস্যা ~x(
তারপর তো জিতে গেলো, নিজের আনন্দ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শেয়ার করলাম।

সিসিবিতে ইদানিং লেখাতো পরের কথা কমেন্টস ই করিনা বলতে গেলে :no: কিন্তু লেখাগুলো মোটামুটি সব গুলোই পড়েছি।
শহীদ ভাই এর লেখাটা খুব ভালো ছিল।
তাইফুর ভাই এর টাও।
আর সানা ভাই এর শেয়ার করা কবিতাটাও 🙂

১,৩৮৭ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “আবোল তাবোল (জুনিয়র)”

  1. মামুন (২০০২-২০০৮)

    আমিও মোবাইলে এলাম দিয়ে রাখছিলাম সাড়ে তিনটায় উঠব বলে....কিন্তু এমন ঘুম দিছি যে উঠতেই পারিনি।ঘুম থেকে উঠে দেখি জুনা ভাই আর কায়েস ভাই ভালই ব্যাট করতেছে। মনে হইল এই ম্যাচ তো জেতারই কথা, রুটিন ওয়াক!

    জবাব দিন

মওন্তব্য করুন : রেজওয়ান (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।