নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী

গান টার লিরিকসঃ-

ওরে হোওওওওওওও
নাম আমার
নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী
রবি ঠাকুর যে ভাষাতে
বোলতো কথা তাই বলি

নাম আমার কিশোর কুমার

ওহে ব্যানার্জ়ী নই চ্যাটার্জী নই মুখার্জী নই
গাঙ্গুলী
নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী

আহা গল্প হলেও সত্যি কথা বলছি সবাই শোনো
রূপ কাহিনী রূপ কথা নয় আজগুবি নয় কোনো
আমার গানের বন্ধুরা সব মন দিয়ে আজ শোনো
এক যে ছিল দুষ্ট ছেলে
বেজায় রকম কালো
কেবল লেখাপড়ায় আস্থারম্ভা(ঠিক বুঝিনাই শব্দটা) 🙁
মন টা ছিল ভালো

ও তা মন টা ছিল ভালো
এমনিতে সে চালাক চতুর মনটায় সে নয় বোকা
আদর করে ডাকতো সবাই গাইয়া বাবু খোকা

কান্দিয়া বাসি বোম্বায় বাজার
সেই ছিল তার বাড়ী
তাদের দোকান গাঞ্জা গোদাম
সামনেই ছিল তাড়ি
পালিয়ে যেত খেলার মাঠে
যেথায় সারা বেলা
বন্ধুরা সব জুটতো এসে
খেলতো নানা খেলা
কয়েন তো সে পোলাডা ক্যাডা???
ও তা আমিগো আমি

ওহে ব্যানার্জ়ী নই চ্যাটার্জী নই মুখার্জী নই
গাঙ্গুলীই
নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী

আমি বোম্বে বাসি আজ প্রবাসি
তবু খাটি বাঙ্গালী
নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী
হা
আমার বাবা ছিলেন রাসবিহারী লোক
বাবা কুঞ্জালাল
উঠলে রেগে যেতেন খেপে
মুখটা যে তার হতো লাল
বাবা ছিলেন পেশায় উকিল
নেশাই যে তার ছিল গান
বন্ধুরা সব আসতো যেতো
বাবার ছিল দরাজ প্রাণ
বাবার খুব শখ ছিল
উকিল বন্ধু দের বাড়িতে ডেকে এনে
আসর বসাতেন
আর সেই আসরেই ঘুম থেকে তেনে তুলে আমায় বলতেন
খোকা,ওরে খোকা,শুনাই দে সকল কে
আশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি
আর আমি????
সেই আসরে গান শুনাই পেয়েছিলাম
কত সম্মান,কত চাস,কত কদি
তখন আমি কন গান গাইতাম জানেন???
বান কে ছিরিয়া বান কে বান বান
বলু রে
মে বান কে পাঞ্ছি বান কে সাং সাং
দলু রে এ এ এ
দিয়া জালাও জাগ মাগ জাগ মাগ
দিয়া জালাও জাগ মাগ জাগ মাগ
জাগ মাগ জাগ মাগ
জাগ মাগ জাগ মাগ
দিয়া জালাও
হায় হায় হায় হায়
নিশীতে জালিয়ো ফুলো বনে
নিশীতে জালিয়ো ফুলো বনে
রে ফুলোভ্রমরা
নিশীতে জালিয়ো ফুলো বনে
দাদামনির সান শুনিয়ে পেতাম একটি টাকা
শচীন কর্তার ভাটিয়ালী গেয়ে পেতাম আধা টাকা
শক্তি ছিল সাল্বাই সাহেবের গানে ৫ টি টাকা
সবার জিনি অশোক কুমার
আমার দাদামণি
তার কাছেই তো হাতে খড়ি
আমার পরোশমণিআমার দিদিমণির গলা
মিষ্টি ছিল ভারী
দিদি আমার গানের গুরু
শীর্ষ আমি তারি
একনি করে রঙ্গে রসে
ভরে ছিল দিন গুলি
ছোটবেলার কিশোর এখন
কিশোর কুমার
হারিয়েছে গাংগুলি
বুঝলেন না???? বুঝাচ্ছি!!!

আমি গায়ক হলাম
খুব নাম হলো
আমি অভিনেতা হলাম
আরো নাম হলো।
হঠাৎহথা
সংসারে সং হয়ে থাকা
লাগলোনা পছন্দ
অবশেষে হয়ে গেলাম
স্বামী কিশোনান্নদ
জয় ভোগিন্দাম জয় গোপালান
পিছে পার গেয়া এনকাম টেক্সাম
পিছে পার গেয়া এনকাম টেক্সাম

তারপর অনেক কিছু ঘটলো
কিছু পেলাম কিছু দিলাম
কিছু হারালাম
স্মৃতি নামক লাল গাড়িটা
পেছন দিকে ছোটে
আমার মনের পর্দা তে সব
ছবি হয়ে উঠে
বেস তো ছিলাম ছোট বেলায়
মায়ের আচল তলে
সেই কথা কী ভেবে এখন
ভাসি চোখের জলে
শিশু ঘুমালো পাড়া জুড়ালো
বরগী এলো দেশে
গানের সুরে ঘুম পাড়াতো
মা যে ভালোবেসে
ঘুম পাড়ানির ছড়ায়
এখন খোকন ঘুমায় না
তারার দেশে হারিয়ে গেছে
স্নেহময়ী মা…

৪,২১৩ বার দেখা হয়েছে

৪৯ টি মন্তব্য : “নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী”

  1. রকিব (০১-০৭)

    কিশোর কুমারের আরেকটা গান আছে না- আজকের দিনটাকে মনের খাতায় লিখে রাখো
    এই গানটার সাথে একটা দারুণ স্মৃতি জড়িয়ে আছে, ক্লাশ সেভেনে যেদিন প্রথমে কলেজে যাই, ঐদিন ফারহান (১৯৯৬-২০০২) ভাই স্টেজে এই গানটা গেয়েছিলেন। এখনো কান পাতলে যেন ঐগানটা শুনতে পাই।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. সাকেব (মকক) (৯৩-৯৯)

    নাজমুল
    তুমি করিয়াছ ভুল :thumbdown:
    লাবলু ভাইকে ডেকে 'সানাউল' :grr:
    নিজেকে রাখতে পারছিনা 'কুল' x-(
    স্টার্ট ফ্রন্টরোল, ইউ ব্লাডি ফুল 😡


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ভাল ছিল... :thumbup:
    তবে গান শুনে দেখলাম লিরিক্স এ অনেক ছোটখাট ভুল রয়ে গেছে...দুই একটা লাইনও বাদ পড়ে গেছে... :-B
    শুনে শুনে লিখেছ বোধহয়...সময় করে ঠিক করে দিও... O:-)

    ধন্যবাদ। :clap:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।