অবয়ব (ছবিব্লগ)-১

অনেক দিন ধরেই ব্লগ এ আছি | কিন্তু ভয়ে কখনও কিছু দিতে পারি নাই | তাই চিন্তা করে দেখলাম কিছু ছবি দিলেই ভাল |
আজকের subject portraits-
এইগুলা সব shakhari bazar এ তুলা






এখন সদর ঘাট-

এই গুলা রাজেন্দ্রপুর-


ইহা পহেলা বইশাখ in BUET-

ভাল লাগ্লে বইলেন|

NOTE- ব্লগ এ এইতা আমার পরথম post| তাই আগেই- :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: ::salute:: ::salute::

১,৭৪৫ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “অবয়ব (ছবিব্লগ)-১”

  1. শাওন (৯৫-০১)

    খুউব ই ভালো হইসে......... :boss: :clap:


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  2. নাফিজ (০৩-০৯)

    অসাধারণ হইসে ছবিগুলা দোস্ত। ব্লগে ছবি দেওয়ার রেগুলারিটিটা বজায় রাখ...আমরা নিয়মিত দেখতে পারবো তাইলে। আরো ভাল হয়...একেকটা পোস্টে একেকটা থিমের উপর ছবি দিবি...আরো সুন্দর হবে তাইলে


    আলোর দিকে তাকাও, ভোগ করো এর রূপ। চক্ষু বোজো এবং আবার দ্যাখো। প্রথমেই তুমি যা দেখেছিলে তা আর নেই,এর পর তুমি যা দেখবে, তা এখনও হয়ে ওঠেনি।

    জবাব দিন

মওন্তব্য করুন : রাব্বী (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।