একটি অর্থের খোঁজে

প্রতিটি রাত্রি কিভাবে যেন কেটে যায়,
কারও অপেক্ষায়।
প্রতিটি দিন আসে নতুন স্বপ্ন নিয়ে,
দুহাতে কত প্রতিজ্ঞা আর নতুনত্বের ঘনঘটায়।
কে শুধু সুখী, কে বা শুধু অসুখী?
এত ঘটনা, এত চিন্তা
আর সম্পর্কের বৈচিত্র্যে
হারিয়ে যাই ভাবতে বসে
এসবের অর্থ খুঁজে পাইনা
তাহলে কেন এত কষ্ট,
কেন এত ভালোবাসার মেলা,
কেন এত দুঃস্বপ্নের আনাগোনা,
কেন এগুলো আমাদের কাঁদায়?
সবগুলো কি এতটাই অর্থহীন!
নাহ্ –
আমি আর জাগব না।
জেগে কি হবে,
শুধু কষ্টই বাড়বে।
আনন্দগুলো হয়ে যাবে অর্থহীন।
জীবনকে তাই বুঝব না;
জীবনকে কারও হাতে তুলে দিয়ে –
নিজেকে ছুটি দিতে চাই।

২,৩৯৬ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “একটি অর্থের খোঁজে”

  1. জুবায়ের অর্ণব (৯৮-০৪)
    জীবনকে কারও হাতে তুলে দিয়ে -
    নিজেকে ছুটি দিতে চাই।

    এতো বিশ্লেষণ করে শেষমেশ এই সিদ্ধান্তেই পৌছলা? :))
    আগে দেখিনি তোমাকে, নতুন মেম্বার হয়ে থাকবে বোধহয়। সিসিবিতে স্বাগতম!

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    আপু, শুভ ব্লগিং। নিন লেবু :teacup:।
    কবিতাটা সুন্দর ছিল, সমসাময়িক সিসিবির ধারায় বলি, বেশি করে লিখুন।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    কবিতা বুঝি না, তবে পড়ে মনে হলো ভালই হয়েছে।

    ব্লগে স্বাগতম আপু ... নিয়মিত লেখতে থাকো।

    ইয়ে তোমাকে দেখি এখনো ব্লগে বরন করে নেয়া হয় নি, তাড়াতাড়ি ১০টা ফ্রন্টরোল দিয়ে দাও দেখি, আর সেটাতে সমস্যা থাকলে মোটর সাইকেল চক্কর দিতে পারো


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    লিজা ব্লগে স্বাগতম। কবিতা হচ্ছে স্বতস্ফুর্ত অনুভুতির প্রকাশ। সে অনুভূতি প্রকাশের সুন্দর শিল্পী তুমি। অচিরেই তোমার আরো লেখা আশা করছি।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  5. সুষমা (১৯৯৯-২০০৫)

    আমার প্রিয় ,থুক্কু প্রানপ্রিয় রুমমেট লিজা, আমি যারপরনাই বিস্মিত, আনন্দিত এবং মুগ্ধ তোমার সুপ্ত প্রতিভার বিকাশে। :goragori: :goragori:
    এদ্দিন পর পচানির আরো একটা আইটেম পাইলাম :)) :))
    ::salute:: ::salute:: ::salute::

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুলতপু (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।