নীল দানব

গ্রামের সরল শিশু জিজ্ঞাসে,
বাবা, বাবা, এইটা কি?
বাবা বলে বেলু্ন।
বাবা ওইটা কি?
বাবা বলে ওইটা ফুচকা, তুমি খাবে?
হ্যাঁ , বাবা খাবো।
আবার জিজ্ঞাসা,বাবা ওটা কি?
বাবার সরল উত্তর ,উনি পুলিশ।
উনি কি করে?
চোর ধরে ,ডাকাত ধরে , খারাপ লোক ধরে।
রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে।
উনি কি বেতন পান?
হ্যাঁ,সবাই বেতন পায়।
তাহলে বাবা লোকের কাছে পয়সা নেয় কেন?ওরা কি গরিব?
নিরুত্তর বাবা শূন্য চোখে তাকায়।
ওরা খালি মারে কেন? ওদের কি ব্যাথা লাগে না?
লাগবে না কেন ?অবশ্যই লাগে।
ব্যাথা পেলে কি মাকে ডাকে?
কি জানি? হয়ত ডাকে ।হয়তবা না।
আমার তো ওদের নীল রঙের দানব মনে হয়।
বাবা,বাবা,ওরা কি আসলেই মানষ?
হ্যাঁ ,বাবা ।ওরা মানুষ।
ওদের নীল পোশাক খুললেই দেখবে ,
তার নিচে জলজ্যান্ত রক্তমাংসের মানুষ।।

৫৪৩ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “নীল দানব”

মওন্তব্য করুন : জিয়া হায়দার (৮৯-৯৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।