More ডায়ালগ from MGCC

ঘটনা গুলোর কথা মনে হতেই নিজের অজান্তেই হেসে উঠি…গুছিয়ে লিখতে গেলে একসাথে সব মনে পরেনা।জিনাতের লেখা পরার পর আজ যতগুলো মনে আসলো লিখে যাই…
#১-হাউজ প্রিফেক্টের অনুমতি ছাড়া একবার ভুল করে আমাদের কে যেন অন্য হাউজে গেছে এবং কপাল দোষে ধরা পড়েছে।তো ভয়ংকর এক ঝাড়ি মারতে গিয়ে আপার প্রথম ডায়লগ,
”without permission ছাড়া হাউজ change করো কোন সাহসে?”

#২-ক্লাস নাইন,1st প্রেপ।চোখের পাতা টেনেও খুলে রাখা যাচ্ছেনা…মন আর চোখের জ্বালা মেটাতে গেলাম বাথরুমে।গিয়ে দেখি সামিয়া আর জিনিয়া সেখানে।৩জন ৩জন কে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছি।মনের সুখে গল্প করতে করতে কখন যে চিৎকার করা শুরু করাছি খেয়াল নেই(বলে রাখি,ততদিনে অঘটন ঘটনে আমাদের ৩ রত্নের ইম্প্রেশন বেশ High..),হঠাৎ বাইরে থেকে আমাদের সবচেয়ে ভয়ংকর স্বরের ম্যাডামের চিৎকার,”বাথরুমে কারা বেরিয়ে আসো!”
আমরা মাথা নিচু করে কেলাতে কেলাতে বেরিয়ে আসি।আমাদের ৩ জনকে একসাথে দেখে রাগে গজগজ করতে লাগলেন আর বললেন”বা বা বা…বাথরুম থেকে ৩টা ইবলিশ বেরিয়ে এসেছে!”

#৩-আমাদের ফিজিক্স ম্যাডাম ভ , ঘ , ফ ঠিকমত উচ্চারণ করতে পারতেন না।তো উনি প্রতি বছর প্রতি ক্লাসে ভর নিয়ে পড়াতে গেলেই বলতেন,”তোমাদের বর আছে,আমারও বর আছে,কাজে কাজেই আমাদের সবারই বর আছে!”
আর একটা কথা উনি প্রায়ই রেগে গেলে বলতেন-”মেয়ে তুমি ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখনি”।কিন্তু ‘ঘ’ আর ‘ফ’ উচ্চারণে একটু সমস্যা থাকায় শোনাত একটু অন্যরকম…

২,৬৭২ বার দেখা হয়েছে

৫১ টি মন্তব্য : “More ডায়ালগ from MGCC”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    প্রথমটা পইড়া আরো কিছু অমর বানী মনে পিড়া গ্যালো 😀
    - এজ এ সিনিয়ার হিসাবে তোমাদের অনেক দায়িত্ব
    - সাপোজ ধর মনে কর তোমাদেরকে ডাইকা পানিশ্মেন্ট দিলো, তখন কি হবে?
    - পাঙ্গাতো দেয়ই নাই ইভেনকি ডাকেও নাই 😛

    মিজা পিলাম। আরো লিখ আরো লিখ 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. রেজওয়ান (৯৯-০৫)

    ক্লাস নাইন একটু বেঞ্চ ছাইড়া না দাড়াইলে ডাইনিং হলে ভাব আসে না.. B-)
    সে সময় আমাদের সময় এক JP এর ডায়লগ ছিল এইরকম -
    হোয়াট ইজ ইওর সমস্যা ? গেট ইন ডান সাইড... :-/ 😮 😕
    আর বি.এম.এ তে স্টাফদের একটা ......
    সবাই লাইনে দাঁড়ান.......এজ পার বাই নমিনাল সিরিয়াল ওয়াইস :bash:

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    বেশ মজার। :)) :))
    পরেরবার আরেকটু বড় করে লিখার চেষ্টা কইর ইবলিশ নাবিলা। 😛

    ইবলিশ সামিয়াটাকে অনেক দিন দেখা যাচ্ছে না! দিল্লী নিয়ে ওর একটা লেখা দেয়ার কথা!

    জবাব দিন
  4. কামরুলতপু (৯৬-০২)

    এইসব ডায়লগের সমস্যা হইল পড়ার পর এত কিছু মনে পড়ে যে ব্লগ লিখে ফেলতে ইচ্ছা হয়।
    ইদানিং এমজিসিসি বেশ ফর্মে আছে পুরা মাহমুদুল্লাহ (বাংলাদেশ ক্রিকেট) এর মত
    আমিও একতা ডায়লগ শোনাই আমাদের এক স্যার
    "হাউ ম্যানি হচ্ছে হলে গে ...... ডু ইউ হ্যাভ" (... এর জায়গায় যে কোন কিছু গেঞ্জি, শর্টস )

    জবাব দিন
  5. বন্য (৯৯-০৫)

    অলটাইম বেষ্ট হচ্ছে,ড্রিল গ্রাউন্ডে অ্যাডজুটেন্ট "who is laughing there?'শাউট করায় ক্যাডেটদের স্টাফের জেরা, "এই লাফায় কে?লাফায় কে?" :awesome:

    আরেকবার এক ভাইয়া আমাদের অবাক হয়ে বলসিল,"ক্যাডেট কলেজে পড়ে আবার মিথ্যা কথা বলে!!!" উনার কথা শুইনা আম্রাই অবাক হইয়া গেছিলাম!!! :))

    জবাব দিন
  6. রাজীউর রহমান (১৯৯৯ - ২০০৫)

    কিংবদন্তী তাজুল স্যারের কথা মনে পড়ে গেল ।

    পরীক্ষা চলাকালীন সময়ে একজনকে উদ্দেশ্য করে " মুহতাসিমম.. সবার হয় ইমপ্রুভ, আর তোমার হয় ডিমপ্রুভ " :))

    ক্লাস নাইনে সাইন্স-আর্টস নামক অতি গুরুত্বপুর্ণ বিভাজনের দায়িত্ব পড়েছে তার কাধে " boys, As you know I am the department of the head, আমার অনেক দায়িত্ব "

    জবাব দিন
  7. keno lekha gulo banglai likte hoy?ami to parina-ekta shobdo complete korar jonno etober key try korte hoy je dhoirjo thakena,samay-o thakena.Kintu ami tomader golpo gulo khub enjoy kori..amader samay to internet,blog even cell-o chilona amader hate jokhon amra pass out kori.in 1997.ekhonker cadet ra koto smart..shobai shobai ke share kore kintu ami 1991-1997 samay er kao ke khuje-i pai na.All r so irregular!!Kintu ami o tomader moto share korte cai golpo & comments but can't do it comfortably as i am not used to bangla writing.how can I do this easily?tomader ei golpo r comments porte gele mone hoy haste haste hayat bere jache..u all r so funny & lovely...

    জবাব দিন

মওন্তব্য করুন : পারভেজ (২০০২-০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।