প্রিয়তমা

তানভীরের ফেসবুক স্ট্যাটাস দেখে জানতে পারলাম কাল ছিল কবি জীবনানন্দ দাশের জন্মদিন। অনেকের মত আমারো প্রিয় কবি তিনি। কবিতা খুব কমই পড়ি, সবচেয়ে বেশি যার কবিতা পড়েছি তিনি জীবনান্দ দাশ। প্রিয় কবির জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করে এই অ-কবির কবিতাটি সাহস করে ব্লগে দিলাম। যে জীবন দোয়েলের ফড়িংয়ের, সে জীবনে এত ভয় পাওয়ার কি আছে?

তুমি আমার মনের কোনে
একটি মাত্র তারা
তোমার কথা ভেবে আমি
সদাই আত্মহারা।

তুমি আমার মিষ্টি ভোরে
চোখ মেলে চাওয়া
তুমি আমার শেষ বিকেলে
সূর্য অস্ত যাওয়া।

তুমি আমার তপ্ত দুপুর
খর রৌদ্র মাখা
দ্রোহের ডাকে শিরায় শিরায়
জ্বালাই অগ্নিশিখা।

তুমি আমার অমর একুশ
আমার প্রিয় দেশ
আদর করে তোমায় ডাকি
‘আমার বাংলাদেশ’।

১,৬১৪ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “প্রিয়তমা”

মওন্তব্য করুন : মুস্তাকিম (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।