একটু উষ্ণতার জন্য

একটু উষ্ণতার জন্য, হে খোদা
রাস্তার মোড়ে টায়ার পোড়ে,
ছিন্নমূল শিশু জ্বালায় ছেঁড়া কাগজ।

একটু উষ্ণতার জন্য, হে খোদা
ভাসমান শ্রমিকেরা কাওরানবাজারে
ঝুড়িতে শোয় শরীর প্লাস্টিকে মুড়ে।

একটু উষ্ণতার জন্য, হে খোদা
ছোট্ট কুঁড়েতে অর্ধনগ্ন শিশু
মুখ গোঁজে মায়ের কোলে।

মায়ের উষ্ণতা কে দেবে, বল?

তাপ চাই খোদা, তাপ চাই
বৃষ্টির মত কুয়াশা নয়, রোদ চাই
স্যাঁতস্যাঁতে মৃত্যু নয়, জীবনের জয় চাই।

৮৪৮ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “একটু উষ্ণতার জন্য”

  1. আহমদ (৮৮-৯৪)

    কেকুল,

    মায়ের উষ্ণতা কে দেবে, বল?

    :boss:

    ভাল লাগল তোমার কবিতা।

    অফ টপিকঃ সম্ভবতঃ এলিফ্যান্ট রোডের বাটার মোড়ে তোমার সাথে একবার দেখা হয়েছিল। তাই না?


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন

মওন্তব্য করুন : স্বপ্নচারী (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।