একটি কবিতা, কিছু কথা


কবি হিসাবে স্বীকৃতি পাব, এটা চিন্তা করে কখনো কবিতা লিখিনি। যদিও কখন কোন কবিতা কবিতার স্বীকৃতি পায়, বলা কঠিন। জীবনানন্দ দাশ জীবদ্দশায়কবি হিসাবে স্বীকৃতি পাননি। সারা জীবন মুখোমুখি হয়েছিলেন কঠিন সমালোচনার। যদিও এ নিয়ে তার আক্ষেপ ছিলো। আমার এই সমস্যা নেই। কোয়ালিটি/কোয়ান্টিটির চিন্তা না করে মাঝেমাঝেই দুই একটা কবিতা (?) লিখে ফেলি। কেন লিখি?
কারণ, কবিতা লেখাটা সহজ। গদ্য লিখতে গেলে গাদাগাদা শব্দ বাঙলায় টাইপ করতে হয়। কবিতায় সে সমস্যা তুলনামূলকভাবে কম। অল্প কয়েক লাইনে গুটিকতক শব্দ বসিয়ে কবিতা লিখে ফেলা যায়। ব্লগে এত এত লেখা দেখে লিখতে খুব ইচ্ছা করে। কিন্তুখাটতে ইচ্ছা করে না। ক্যাডেটসুলভ ডজ মারার একটা প্রবণতা এখনো রয়ে গেছে। লেখালেখির ক্ষেত্রেও এটা প্রয়োগ করতে পারছি দেখে ভালই লাগছে।
আমি চিরকালই গদ্যের ভক্ত। কিন্তু কি আর করা! কবিতা লিখে লিখে বাঙলা টাইপ করায় হাত পাকাই, তারপর না হয় কিছু গল্প টল্প পোস্ট করা যাবে। আর – “ধাড়ি ইঁদুরের পেটে যায় হুলো বেড়াল” টাইপের কবিতা যদি ম্যাগাজিন, পত্রিকায় ছাপা হতে পারে, আমারটা কি দোষ করলো?

” গদ্য তোকে আজকে দিলাম ছুটি
ডায়েরি জুড়ে ইচ্ছামতো ঘুরবি, ফিরবি, চলবি।
ছুটি শেষে ব্লগ এ যেদিন আনবো তোকে ধরে,
ক্ষুধার রাজ্যে ডিউটি যে তোরচলবে প্রতি রাতে।”
(এইটা ফাও, চান্স এ মাইরা দিলাম আর কি! নিচের কবিতাটা পোস্ট করার জন্যই আসলে এত টালবাহানা! ) 😀

খালি খালি

“খালি, এই খালি”-
খালিখালি ডাকাডাকি!
রিকশাওয়ালা ফিরেও তাকায় না,
যেতে থাকে, যাচ্ছিল যেমনি।
“খালি, এই খালি”-
বাঁয়ে তাকাই,
দেখি, পাশের বাড়ির মিলি।
রিকশাওয়ালা ব্রেক করে,হাসে
তরমুজের বিচির মতো দাঁত বের করে,
বলে, “আফা উঠেন।”
মিলি, বুকে কাঁপন ধরানো সুন্দরী
তার সিল্কের মত চুল পিঠে ছড়িয়ে
রিকশায় উঠে বসে।
রিকশা এগিয়ে যায়
আমি তাকিয়ে থাকি,
বুকের গভীরে অকারণে লাগে
খালি খালি-

মুস্তাকিম (৯৪-০০)
২০ তম ইনটেক
রংপুর ক্যাডেট কলেজ

২,৫০৬ বার দেখা হয়েছে

৩৩ টি মন্তব্য : “একটি কবিতা, কিছু কথা”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    এইখানে দেখি সাম্প্রদায়িকতা চরমে উঠছে :thumbdown: :thumbdown:

    তবে মুস্তাকিম ভাইয়ের গদ্য-পদ্য উভয়ই ভাল লেগেছে :hatsoff: :hatsoff: 😀


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    সেইরকম দোস্ত, এক্কেরে সেইরকম।

    তুই আরো লিখ এবং নিয়মিত লিখ। :thumbup:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. মিলি, বুকে কাঁপন ধরানো সুন্দরী
    তার সিল্কের মত চুল পিঠে ছড়িয়ে
    রিকশায় উঠে বসে।
    রিকশা এগিয়ে যায়
    আমি তাকিয়ে থাকি,
    বুকের গভীরে অকারণে লাগে
    খালি খালি-

    এখনো খালিই রয়ে গেল। :((

    জবাব দিন

মওন্তব্য করুন : আদনান (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।